Advertisement

Mamata Banerjee: 'কমিশন হিয়ারিংয়ে ডাকলে যাবেন,' না হলে কী হবে? সতর্ক করেও SIR নিয়ে পরামর্শ মমতার

নির্বাচন কমিশন যদি হিয়ারিংয়ে ডাকে, তাহলে যেতে হবে। নইলে নাম কেটে যাবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মালদা জেলার গাজোল কলেজ ময়দানে জনসভা করার সময় তিনি বলেন, 'যে মানুষটা নাগরিক, সে আবার প্রমাণ দেবে সে নাগরিক। তারপর আপনি নাম লেখালেন, সেই নাম যে উঠবে আপনি নিশ্চিত করবেন নামটা যেন ওঠে। ড্রাফ্ট লিস্টে উঠবে তারপর আবার হিয়ারিং হবে। হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে। না গেলে নাম কেটে দেবে।'

মমতা বন্দ্যোপাধ্যায়মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 4:11 PM IST
  • নির্বাচন কমিশন যদি হিয়ারিংয়ে ডাকে, তাহলে যেতে হবে
  • নইলে নাম কেটে যাবে
  • দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচন কমিশন যদি হিয়ারিংয়ে ডাকে, তাহলে যেতে হবে। নইলে নাম কেটে যাবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মালদা জেলার গাজোল কলেজ ময়দানে জনসভা করার সময় তিনি বলেন, 'যে মানুষটা নাগরিক, সে আবার প্রমাণ দেবে সে নাগরিক। তারপর আপনি নাম লেখালেন, সেই নাম যে উঠবে আপনি নিশ্চিত করবেন নামটা যেন ওঠে। ড্রাফ্ট লিস্টে উঠবে তারপর আবার হিয়ারিং হবে। হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে। না গেলে নাম কেটে দেবে।'

পাশাপাশি তিনি বলেন, 'নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন। অবশ্য আমি এখনও তুলিনি। আপনারা নাম না তোলা পর্যন্ত তুলব না।...'

সেই সঙ্গে তাঁর দাবি বাংলায় কোনও ডিটেশন ক্যাম্প হবে না। কাউকে তাড়ানো হবে না।

ইলেকশনের আগে কেন SIR?

এ দিন SIR নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করেন মমতা। তিনি বলেন, 'ইলেকশনের আগে সরকার যাতে না কাজ করতে পারে উন্নয়নের, সেই জন্য ইলেকশনের ৩ মাস আগে থেকে SIR ঘোষণা করেছে। তোমার হিম্মত থাকলে তুমি ২ বছরে করতে। তুমি তো ২০০১-এ শুরু করেছিলে ২০০৪-এ ফাইনাল লিস্ট (২০০২ এসআইআর প্রসঙ্গে) বেরিয়েছিল। আজকে হঠাৎ কী হল...চারটে রাজ্যে ভোট হচ্ছে। বাংলা, তামিলনাড়ু, কেরল ও আসাম। তামিলনাড়ুতে বিজেপির সরকার নেই, তাই এসআইআর হবে ভোটের আগে। কেরলে নেই, তাই ভোটের আগে হবে এসআইআর। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। তবে আসামে তো তুমি আছ, সেখানে কেন এসআইআর হবে না বাবু? উত্তর দাও। উত্তর তোমায় দিতে হবে। ত্রিপুরায় কেন হল না? বিজেপি আছে বলে? ত্রিপুরায় বাংলাদেশের বর্ডার নেই? বলুন রোহিঙ্গা যদি আসে, তাহলে আসে মিজোরাম, মণিপুর হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে? বাংলায় খোকাবাবুরা নেই বলে খাওয়া বন্ধ করে দিতে হবে।...'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমি পরিষ্কার বলছি, আমি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। সব ধর্মকে সম্মান করি। কিন্তু এটা জেনে রাখুন, মানুষের অধিকার কেড়ে নিলে, সেটা মানব না। পরিষ্কার বলছি।'

Advertisement

বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি?

আজকের ভাষণে তিনি বারবার বাংলা ভাষা নিয়ে কথা বলেন। তাঁর কথায়, 'বাংলা ভাষায় কথা বলা মানেই বাংলাদেশি? ওদের দেশের ভাষা এক। আমাদের দেশের ভাষা এক। এটা তো ঐতিহাসিক কারণে। ১৯৪৭ সালের আগে সব তো একসঙ্গে ছিল। তারপর দেশ ভাগ হয়ে যায়, সুতরাং আমার বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা। আমি বাংলা ভাষায় মা বলতে শিখি। এই ভাষায় কেউ মা বলে, আম্মা বলে, কেউ মাদার বলে। কিন্তু মনে রাখবেন, এ ভাষা আমাদের গর্ব।... সব ভাষাকেই সম্মান করি... কিন্তু আমি মাতৃভাষায় কথা বললে তুমি পুশব্যাক করবে?'

পাশাপাশি তাঁর দাবি, 'বাংলা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। তবে আপনাদের তো দেড় কোটি লোক এখানে কাজ করে। আমরা তো তাদের অসম্মান করি না। আমরা তাদের আপন করে রাখি। বাংলাবিদ্বেষী বিজেপি। বাংলাকে পছন্দ করে না। কখনও বিদ্যাসাগর, কখনও রবীন্দ্রনাথ, কখনও বঙ্কিমচন্দ্র, কখনও রামমোহনকে অপমান করে।'

 

Read more!
Advertisement
Advertisement