Advertisement

Mamata on Bengali People: বাংলাভাষীদের নির্যাতন-বিতাড়ন করছে বিজেপি সরকার, আন্তর্জাতিক রিপোর্ট দেখালেন মমতা

বাংলাভাষীদের হেনস্থা ও বেআইনি নির্বাসনের অভিযোগে এবার নিউইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্ট সামনে এনে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডলে বিশদে এই নিয়ে লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, বাংলা ভাষীদের লক্ষ্য করে যে নিপীড়ন চালাচ্ছে বিজেপি সরকার, তা আন্তর্জাতিক মহলেরও নজরে এসেছে। মমতার পাল্টা সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2025,
  • अपडेटेड 5:48 PM IST
  • বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বাংলাভাষীদের হেনস্থা ও বেআইনি নির্বাসনের অভিযোগে সরব।
  •  মমতার পাল্টা সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

বাংলাভাষীদের হেনস্থা ও বেআইনি নির্বাসনের অভিযোগে এবার  নিউইয়র্কের মানবাধিকার সংস্থার রিপোর্ট সামনে এনে বিজেপির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডলে বিশদে এই নিয়ে লিখেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, বাংলা ভাষীদের লক্ষ্য করে যে নিপীড়ন চালাচ্ছে বিজেপি সরকার, তা আন্তর্জাতিক মহলেরও নজরে এসেছে। মমতার পাল্টা সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার বাংলাভাষীদের হেনস্থা, বেআইনি বিতারণের বিষয়টি আলোকপাত করেছে বিশ্বে সমাদৃত নিউইয়র্কের এনজিও হিউম্যান রাইটস ওয়াচ বা এইআরডব্লিউ। মানবাধিকার সংগঠন একটি রিপোর্টে বলেছে, যেটা আমরা বলে আসছি যে, বাংলা ভাষী ভারতীয়রা (ভিন্ন জাত-সম্প্রদায়ের) নির্বিচারে নিপীড়িত হচ্ছেন এবং বিজেপি তাঁদের বিতারিত করছে।'

মমতা আরও লিখেছেন, 'এইচআরডব্লিউয়ের এশিয়া ডিরেক্টর এলেইন পিয়ারসন বলেছেন, বিজেপি নির্বিচারে বাঙালিদের, যাঁদের মধ্যে ভারতীয়রাও রয়েছেন, তাঁদের দেশ থেকে বহিষ্কার করে বৈষম্যকে উস্কে দিচ্ছে।' তাঁর সংযোজন, 'এইচআরডব্লিউ জানিয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বিজেপি শাসিত রাজ্য অসম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা ও দিল্লিতে পদ্ধতিগত ভাবে করা হচ্ছে। লজ্জা!' ভারতে ভাষাগত সন্ত্রাসবাদের বিষয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিরও দৃষ্টি আকর্ষণ করেছে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে বাংলায় কথা বলার জন্য একের পর এক পরিযায়ী শ্রমিককে আটক করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশি তকমা দিয়ে কাউকে কাউকে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ। এই নিয়ে সরব হয়েছেন মমতা। গত ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের মঞ্চ থেকে বাংলা ভাষার অধিকার নিয়ে সরব হন মমতা। বলেছিলেন, 'বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় , তা হলে এই লড়াই দিল্লিতে হবে। দরকারে আবার ভাষা আন্দোলন শুরু হবে।’ ২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার ভাষার বিরুদ্ধে পথে নামার আহ্বান জানিয়েছেন মমতা। 


 

Advertisement

Read more!
Advertisement
Advertisement