Advertisement

Mamata Banerjee: 'বাংলায় কথা বললেই ওড়িশায় মারধর করা হচ্ছে', বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা

ওয়াকফ ইস্যুতে রাজ্যের অশান্তি কিছুটা থিতু হতেই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ফের তোপ দাগলেন তিনি। সম্প্রতি এক সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ওড়িশা-সহ একাধিক রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ চলছে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাঁদের মারধর করা হচ্ছে।

Aajtak Bangla
  • বহরমপুর,
  • 05 May 2025,
  • अपडेटेड 2:57 PM IST
  • ওয়াকফ ইস্যুতে রাজ্যের অশান্তি কিছুটা থিতু হতেই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সেখানেই ফের তোপ দাগলেন তিনি।

ওয়াকফ ইস্যুতে রাজ্যের অশান্তি কিছুটা থিতু হতেই মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ফের তোপ দাগলেন তিনি। সম্প্রতি এক সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ওড়িশা-সহ একাধিক রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ চলছে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধে তাঁদের মারধর করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন? আমার কাছে খবর আছে, বাংলায় কথা বললেই মারা হচ্ছে। মহারাষ্ট্রে হচ্ছে, ওড়িশাতেও হচ্ছে।' তাঁর এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

এর আগেও ওড়িশায় বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। শেখ হাসিনার সরকার পতনের পর ওড়িশায় বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার প্রেক্ষিতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন মমতা। তিনি অনুরোধ করেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে এবং পশ্চিমবঙ্গের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে জাতিগত ও ভাষাগত সংহতির বার্তা দিয়ে বাংলায় আবেগতাড়িত ভোটারদের কাছে পৌঁছাতে চাইছেন মুখ্যমন্ত্রী। 

 

Read more!
Advertisement
Advertisement