Advertisement

Salboni Power Plant: শালবনীর সেই তাপবিদ্যুত্‍ কেন্দ্রের আজ শিলান্যাস মমতার, থাকছেন সৌরভও

সোমবার শালবনীতে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ে প্রায় ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দল গোষ্ঠী। কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পে প্রায় ৫ হাজার কর্মসংস্থান হবে। ৮০০ মেগাওয়াটের ২টি পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলা হবে। দুপুর ২টো নাগাদ তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

শালবনিতে আজ তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস।শালবনিতে আজ তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস।
Aajtak Bangla
  • শালবনি,
  • 21 Apr 2025,
  • अपडेटेड 9:37 AM IST

Thermal Power Project in Salboni: সোমবার শালবনীতে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায়ও(Sourav Ganguly)। সজ্জন জিন্দাল নিজে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রথম পর্যায়ে প্রায় ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জিন্দল গোষ্ঠী। কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্পে প্রত্যক্ষ-পরোক্ষ মিলিয়ে প্রায় ৫ হাজার কর্মসংস্থান হবে। ৮০০ মেগাওয়াটের ২টি পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলা হবে। দুপুর ২টো নাগাদ তার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

গত ১৭ এপ্রিল সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছিলেন তিনি। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি জিন্দল গোষ্ঠী ইন্ডাস্ট্রিয়াল পার্কও গড়ে তুলবে বলে জানান মুখ্যমন্ত্রী। শালবনীতে জিন্দল গোষ্ঠীর মোট জমি প্রায় ৪ হাজার ১০০ একর।  এর মধ্যে ১৮৩ একর জমিতে সিমেন্ট কারখানা। এর আগে ২০১৮ সালে শালবনীতে জিন্দল গোষ্ঠীর সিমেন্ট কারখানা চালু হয়। 

সিমেন্ট কারখানার পর তাপবিদ্যুৎ কেন্দ্র

এবার পশ্চিম মেদিনীপুরে আরও এক নতুন প্রকল্পের সূচনা করতে চলেছে জিন্দল গ্রুপ। শনিবার, শালবনীতে বিশেষ পুজোরও আয়োজন করা হয়। শুরু হয় মঞ্চ তৈরির কাজ। জিন্দল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ বছরের মধ্যেই একটি পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। 

সংস্থার আধিকারিক দিব্যেন্দু মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানালেন, 'JSW এনার্জির তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। প্রায় ২ হাজার একর জমির উপর এই প্রকল্প গড়ে তোলা হবে। এই প্রকল্প সফল হলে এখানে ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার মানুষ এখানে কাজ করবেন। সাধারণত ৩ বছরের মধ্যেই আমাদের এখানে একটি ইউনিট চালু হয়ে যাওয়ার কথা।'

চলতি বছর ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে শালবনীতে এই তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করেছিলেন জিন্দল গ্রুপের কর্ণধার সজ্জন জিন্দল। 

উল্লেখ্য, এই শালবনীতেই ইস্পাত কারখানা শুরু করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে কারখানা তৈরির কাজ শুরু হতে সময় লাগায় অনেকেরই ধৈর্য্যের বাঁধ ভাঙছে। ফেব্রুয়ারিতে এক শিল্প-সংক্রান্ত অনুষ্ঠানে সৌরভ জানান, ইস্পাত কারখানা শুরু হতে সময় লাগবে। এত বড় প্রকল্প রাতারাতি সম্ভব নয়। তবে তিনি আশাবাদী, আগামী ১৮-২০ মাসের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। সৌরভ জানিয়েছিলেন, 'একটা কারখানা করতে অনেক ছাড়পত্র প্রয়োজন হয়। পরিবেশ সংক্রান্ত, হাজারো সরকারি ছাড়পত্র। অনেকে ভাবেন, এক-দুমাসের মধ্যে হয়তো কারখানা হয়ে যায়। আসলে তো তা হয় না।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement