ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি। সেই অশান্তির পর কেটে গিয়েছে তিন সপ্তাহ। মুর্শিদাবাদ গিয়েছেন রাজ্যপাল এবং অন্যান্য বিরোধী দলের নেতারা। এবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার রাতে বহরমপুরে পৌঁছবেন তিনি। সার্কিট হাউসে থাকবেন রাতে। মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানদারদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
সূত্র মারফত খবর, মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়্যার মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চেপে ধুলিয়ান পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতির ছাবিঘাটি ময়দানে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি সাক্ষাৎ করতে পারেন অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকান মালিকদের সঙ্গে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের কারণে রবিবার থেকেই পুলিশি নিরাপত্তা চোখে পড়েছে বহরমপুর শহরে। তাঁর সফরের আগেই সামশেরগঞ্জ থানার দুই অফিসারকে সাসপেন্ড করেছে জঙ্গিপুর জেলা পুলিশ। তাঁরা হলেন, ওসি শিবপ্রসাদ ঘোষ এবং সাব ইন্সপেক্টর জালালুদ্দিন আহমেদ।
উল্লেখ্য, অশান্তির ঘটনার তিন সপ্তাহ পরও থমথমে পরিস্থিতি মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। সন্ত্রস্ত এলাকাবাসী। নিহত পরিবারের বাড়ির সামনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, হ্যালোজেন বাতি। দেওয়ালে বড় ফ্লেক্স সাঁটিয়ে লেখা হয়েছে পুলিশের ফোন নম্বর। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ মিললে নিজেদের পরিস্থিতির কথা জানাতে আগ্রহী অধিকাংশ এলাকাবসী। সুতি, ধুলিয়ান, সামশেরগঞ্জ এখন সেই অপেক্ষায়। মুখ্যমন্ত্রী তাঁদের জন্য কোনও বিশেষ প্যাকেজের ঘোষণা করেন কি না, সেটাই এখন দেখার।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে মুখ খুলেছেন অধীর চৌধুরী। কংগ্রেস নেতার কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় এসে দেখাবেন, এখানে কোনও কিছু হয়নি। নিহতদের শ্রাদ্ধ করার জন্য পুরোহিত খুঁজে পাওয়া যায়নি। আমার দলের মুসলিম নেতাকে আমি পাঠিয়েছি। তিনি ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছেন। বিনা পুরোহিতে শ্রাদ্ধ হয়েছে।'
মুর্শিদাবাদের অশান্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে কড়া রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরিস্থিতি খারাপের দিকে গেলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন তিনি। তাঁর রিপোর্টে উল্লেখ রয়েছে, পূর্ব পরিকল্পিত হামলা, ব্যর্থ পুলিশ প্রশাসনের কথা। এলাকায় স্থায়ী ভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারও দাবি জানিয়েছেন তিনি।