সবে শেষ হয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো। তার পরই রাজ্যকে না জানিয়ে DVC ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জেরে উৎসবের মরশুমে সাধারণ মানুষ নিদারুণ সমস্যায় পড়বেন বলে মনে করছেন তিনি।
এ দিন এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'বিজয়া দশমীর মাধ্যমে দুর্গা পুজা সবে শেষ হয়েছে। এটা আনন্দ, উচ্ছ্বাস এবং নতুন আশার সময়। তবুও পশ্চিমবঙ্গের মানুষকে শান্তিতে উৎসব শেষ করতে দেওয়া হল না। কোনও রকম পূর্বনোটিশ ছাড়াই DVC ৬৫,০০০ কিউসেক জল ছেড়েছে। এই অবিবেচকের মতো কাজ আমাদের উৎসবকালে কষ্ট চাপানোর স্পষ্ট চেষ্টা ছাড়া কিছু নয়।'
তিনি আরও লেখেন, 'এই ধরনের একতরফা পদক্ষেপ লজ্জাজনক এবং একবারেই গ্রহণযোগ্য নয়। জল ছাড়ার আগে সতর্ক না করে লক্ষ লক্ষ বাঙালির জীবন বিপন্ন করেছে DVC। এটি একবারেই কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি DVC-দ্বারা সৃষ্ট এক দুর্যোগ।'
পোস্টের শেষে আরও ক্ষোভ উগড়ে দেন মমতা। তিনি বলেন, 'আমি স্পষ্ট করে বলে দিচ্ছে, কাউকে বাংলার বিসর্জন করতে দেব না। এই রাজ্যের মানুষের বিরুদ্ধে করা প্রতিটি ষড়যন্ত্র শক্তভাবে প্রতিহত করা হবে। মিথ্যের উপর জয় হবে সত্যের। মন্দের উপর জয় পাবে ভালো। জয় মা দুর্গা!'
আর এই পোস্ট ঘিরেই এখন রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, এই পোস্টের মাধ্যমে DVC-নয়, বরং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শাণিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার প্লাবন পরিস্থিতির জন্য আদতে বিজেপিকেই দায়ী করতে চেয়েছেন।
শুধু তাই নয়, উৎসব শেষে DVC-এর এই কার্যকলাপকে তিনি বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে তুলতে ধরতে চাইছেন। তার মাধ্যমে নির্বাচনী লাভ তোলার ইচ্ছেও রয়েছে বলে মনে করছেন অনেকে।
প্রতিবছরই লেগে থাকে তরজা
DVC-এর বিরুদ্ধে প্রতিবছরই একগুচ্ছ অভিযোগ থাকে পশ্চিমবঙ্গের। না বলে এই কেন্দ্রীয় সংস্থা জল ছেড়ে দেয়। তার ফলে বাংলার বিস্তির্ণ অঞ্চল প্লাবিত হয় বলেই অভিযোগ।
আর এ বছরও সেই তরজা অব্যাহত। চলতি বছরের বন্যা পরিস্থিতি তৈরির জন্যও ডিভিসি-কে দায়ী করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর সেই অভিযোগই আরও একবার মানুষের সামনে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার এই বিষয়ে DVC বা বিজেপি-এর তরফে কোনও পাল্টা বক্তব্য সামনে আসে কি না।