Advertisement

Fraud Case: অভিষেকের আপ্ত সহায়কের নাম করে টাকা তোলার অভিযোগ, ধৃত ১

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের নাম করে টাকা তোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির মহানন্দা পাড়ায়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মিলন কামিলা। কারও মদতে অভিযুক্ত এই কাজ করছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেফতার অভিযুক্ত।
শুভদীপ রক্ষিত
  • কলকাতা,
  • 22 Nov 2024,
  • अपडेटेड 1:48 PM IST
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের নাম করে টাকা তোলার অভিযোগ।
  • চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির মহানন্দা পাড়ায়।
  • এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের নাম করে টাকা তোলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির মহানন্দা পাড়ায়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মিলন কামিলা। কারও মদতে অভিযুক্ত এই কাজ করছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, শিলিগুড়ির মহানন্দা পাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের নাম করে ধৃত কিছু টাকা আদায় করেন বলে অভিযোগ। এর পর ওই ব্যবসায়ী খোঁজখবর নিয়ে জানতে পারেন এই ঘটনার সঙ্গে সুমিতের কোনও সম্পর্ক নেই। অর্থাৎ নাম ভাঙিয়ে প্রতারণা করা হয়েছে। এরপরেই থানায় দারস্থ হন ওই ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ। এর পরেই হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 


জানা গিয়েছে, ২০২২ সাল পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর মেয়ের গাড়ি চালিয়েছেন ধৃত। সেই সূত্রে বিভিন্ন সময় ধরে প্রভাবশালীদের পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অনলাইনে  টাকা তুলেছেন অভিযুক্ত। সুত্রের খবর, তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। 

চলতি মাসের ১৬ তারিখ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মিলনকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞেসাবাদ করে বেশ কিছু তথ্য পায় পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে হাজির করানো হয়। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। 

জয়দীপ বাগ।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement