হাওড়ার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবক। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে। ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। যুবককে উদ্ধার করা হয়েছে কি না, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বালি ব্রিজে প্রতিদিন সকালেই ভিড় জমান প্রাতর্ভ্রমণকারীরা। অনেকে হাঁটেন, কেউ ব্যায়াম করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রোজকার মতো বুধবার সকালেও বালি ব্রিজে প্রাতর্ভ্রমণকারীদের ভিড় ছিল। এক যুবককে বাইকের উপর বসে থাকতে দেখেন কয়েক জন। কারও কারও দাবি, বাইকে বসে কাঁদছিলেন ওই যুবক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকের উপরে উঠে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন ওই যুবক। এই ঘটনায় হইচই পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বালি থানার পুলিশ। খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা, রিভার ট্রাফিক পুলিশকেও। তবে ওই যুবককে উদ্ধার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে ঝাঁপ দিলেন যুবক তা-ও জানা যায়নি।
অতীতে, হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার বহু ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ধরনের ঘটনা এড়াতে হাওড়া এবং দ্বিতীয় হুগলি ব্রিজের ধারে লোহার বেষ্টনী লম্বা করে দেওয়া হয়েছে। এবার বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা প্রকাশ্যে এল।
তবে এর আগেও বালি ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। গত বছর এপ্রিল মাসে বালি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক মহিলা। পরে তাঁকে উদ্ধার করা হয়। গত বছর মে মাসে বালি ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছিলেন এক যুবক। তারপরেও ফের বালি ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার ঘটনায় প্রশাসনের নজরদারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।