Advertisement

Cyclone Dana Trains Cancelled: হাওড়াতেও প্রচুর লোকাল ট্রেন বাতিল, রইল সম্পূর্ণ লিস্ট

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ১২০ কিমি প্রতি ঘণ্টা। দানা বর্তমানে সাগরদ্বীপ থেকে মাত্র ৩৫০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে।

হাওড়াতেও প্রচুর লোকাল ট্রেন বাতিল, রইল সম্পূর্ণ লিস্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2024,
  • अपडेटेड 11:59 AM IST
  • বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে
  • হাওড়া থেকে কিছু ট্রেন বাতিল করা হয়েছে আগামী শুক্রবার ২৫ অক্টোবর

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ১২০ কিমি প্রতি ঘণ্টা। দানা বর্তমানে সাগরদ্বীপ থেকে মাত্র ৩৫০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। ওড়িশার পারাদ্বীপ থেকে এটি ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে। ঝড়ের কারণে ওড়িশা ও বাংলায় প্রবল ঝড় বইবে এবং খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর বাংলা ও ওড়িশার জন্য রেড অ্যালার্ট জারি করেছে। ঝড়ের পরিপ্রেক্ষিতে উভয় রাজ্যেই এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। সন্ধে ৬টা থেকে ১৫ ঘণ্টা কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে হাওড়া ও শিয়ালদায় বাতিল করা হয়েছে বহু ট্রেন। আজ রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন বন্ধ থাকবে। বাতিল করা হয়েছে বহু দূরপাল্লার ট্রেনও। হাওড়া থেকে কিছু ট্রেন বাতিল করা হয়েছে আগামী শুক্রবার ২৫ অক্টোবর। তবে, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এই সমস্ত লাইনে যে ট্রেনগুলি বাতিল হয়নি, সেগুলি সব স্টেশনেই থামবে। যদিও কোনও কিছু পরিবর্তন করা হয়, তাহলে সেটা পরে জানানো হবে। 

বাতিল হওয়া লোকাল ট্রেনের তালিকা

হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল ট্রেনের তালিকা

  • 36811 হাওড়া-বর্ধমান (কর্ড লাইন) লোকাল  
  • 36071 হাওড়া-গুড়াপ লোকাল 
  • 36081 হাওড়া-মসাগ্রাম লোকাল
  • 36031 হাওড়া-চন্দনপুর লোকাল 
  • 36011 হাওড়া-বারুইপাড়া লোকাল 
  • 36812 বর্ধমান-হাওড়া (কড লাইন )
  • 36012 বারুইপাড়া-হাওড়া লোকাল 
  • 36032 চন্দনপুর-হাওড়া লোকাল 
  • 36072 গুড়াপ-হাওড়া লোকাল 
  • 36082 মসাগ্রাম-হাওড়া লোকাল 


হাওড়া-বর্ধমান মেন লাইনে বাতিল ট্রেনের তালিকা

Advertisement
  • 37811 হাওড়া-বর্ধমান (মেন লাইন) লোকাল  
  • 37211 হাওড়া-ব্যান্ডেল লোকাল  
  • 37213 হাওড়া-ব্যান্ডেল লোকাল 
  • 37215 হাওড়া-ব্যান্ডেল লোকাল 
  • 37217 হাওড়া-ব্যান্ডেল লোকাল 
  • 37041 হাওড়া-শেওড়াফুলি লোকাল 
  • 37111 হাওড়া-বেলুড় মঠ লোকাল 
  • 37011 হাওড়া-শ্রীরামপুর লোকাল 
  • 37043 হাওড়া-শেওড়াফুলি লোকাল 
  • 37221 হাওড়া-ব্যান্ডেল লোকাল 
  • 37651 হাওড়া-মেমারি লোকাল 
  • 37045 হাওড়া-শেওড়াফুলি লোকাল 
  • 37224 হাওড়া-ব্যান্ডেল লোকাল 
  • 37047 হাওড়া-শেওড়াফুলি লোকাল 
  • 37013 হাওড়া-শ্রীরামপুর লোকাল 
  • 37049 হাওড়া-শেওড়াফুলি লোকাল 
  • 37212 ব্যান্ডেল-হাওড়া লোকাল 
  • 37213 ব্যান্ডেল-হাওড়া লোকাল 
  • 37215 ব্যান্ডেল-হাওড়া লোকাল 
  • 37220 ব্যান্ডেল-হাওড়া লোকাল 
  • 37222 ব্যান্ডেল-হাওড়া লোকাল 
  • 37226 ব্যান্ডেল-হাওড়া লোকাল 
  • 37741 ব্যান্ডেল-কাটোয়া লোকাল 
  • 37743 ব্যান্ডেল-কাটোয়া লোকাল 
  • 37781 ব্যান্ডেল-বর্ধমান লোকাল 
  • 37783 ব্যান্ডেল-বর্ধমান লোকাল 
  • 37785 ব্যান্ডেল-বর্ধমান লোকাল 
  • 37711 ব্যান্ডেল-পাণড়য়া লোকাল 
  • 37782 বর্ধমান-ব্যান্ডেল লোকাল 
  • 37784 বর্ধমান-ব্যান্ডেল লোকাল 
  • 37786 বর্ধমান-ব্যান্ডেল লোকাল 
  • 37812 বর্ধমান-হাওড়া (মেন লাইন) লোকাল 
  • 37042 শেওড়াফুলি-হাওড়া লোকাল 
  • 37044 শেওড়াফুলি-হাওড়া লোকাল 
  • 37046 শেওড়াফুলি-হাওড়া লোকাল 
  • 37048 শেওড়াফুলি-হাওড়া লোকাল
  • 37050 শেওড়াফুলি-হাওড়া লোকাল 
  • 37415 শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল 
  • 37012 শ্রীরামপুর-হাওড়া লোকাল 
  • 37014 শ্রীরামপুর-হাওড়া লোকাল 
  • 37742 কাটোয়া-ব্যান্ডেল লোকাল 
  • 37746 কাটোয়া-ব্যান্ডেল লোকাল 
  • 37652 মেমারি-হাওড়া  লোকাল 
  • 37612 পাণ্ডুয়া-হাওড়া লোকাল 
  • 37112 বেলুড় মঠ-হাওড়া লোকাল


হাওড়া-গোঘাট লাইনে বাতিল ট্রেনের তালিকা

  • 37371 হাওড়া-গোঘাট লোকাল  
  • 37309 হাওড়া-তারকেশ্বর লোকাল 
  • 37303 হাওড়া-সিঙ্গুর লোকাল
  • 37311 হাওড়া-তারকেশ্বর লোকাল 
  • 37385 তারকেশ্বর-আরামবাগ লোকাল 
  • 37387 তারকেশ্বর-আরামবাগ লোকাল 
  • 37324 তারকেশ্বর-হাওড়া লোকাল 
  • 37322 তারকেশ্বর-হাওড়া লোকাল 
  • 37416 তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল 
  • 37386 আরামবাগ-তারকেশ্বর লোকাল 
  • 37388 আরামবাগ-তারকেশ্বর লোকাল 
  • 37372 গোঘাট-হাওড়া লোকাল 
  • 37304 সিঙ্গুর-হাওড়া লোকাল 


লোকাল ট্রেনের পাশাপাশি অনেক দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। বুধবার কামাখ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস, ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস, কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, শিলচর-সেকেন্দরাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছিল।

২৪ অক্টোবর বৃহস্পতিবার পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস, কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, পুরী-জয়নগর এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস, পটনা-পুরী এক্সপ্রেস স্পেশ্যাল, বেঙ্গালুরু-মুজফ্‌ফরপুর এক্সপ্রেস, মালদা টাউন-দীঘা এক্সপ্রেস, মালদা টাউন-দিঘা এক্সপ্রেস, আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

শুক্রবারও আসানসোল-হলদিয়া এবং হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বাতিল করা হয়েছে। ওই দিন পুরী-কলকাতা এক্সপ্রেস স্পেশ্যাল ট্রেনটিও বাতিল করা হয়েছে।

পূর্ব রেল জানিয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার শিয়ালদা ডিভিশনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানে মেডিক্যাল টিম ও উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। এর পাশাপাশি সাগর, হাসনাবাদ, ডায়মন্ড হারবার, কাকদ্বীপের মতো উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ নজরদারি টিম মোতায়েন করা হবে। রাখা হয়েছে টাওয়ার ওয়াগানও। দুর্যোগের খবর এলে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনো যায় সে কারণেই এই ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ট্রেন লাইনের ধারে থাকা হোর্ডিং গুলিকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে ঝড়-বৃষ্টির সময় সেগুলি লাইনে পড়ে পরিষেবা ব্যাহত না হয়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement