Advertisement

Train Cancel In Howrah: রবিবার হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন, কলকাতা বেড়ানোর পরিকল্পনা মাটি হতে পারে

বছরের শেষ রবিবারে হাওড়া থেকে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে পূর্ব রেল। ওইদিন হাওড়া ডিভিশনে ২৩টি ট্রেন চলবে না। শনিবার আরও চারটি লোকাল বাতিল রয়েছে। সবমিলিয়ে শনি-রবি মিলিয়ে হাওড়া শাখায় মোট ২৭টি ট্রেন চলবে না।

রবিবার হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন, কলকাতা বেড়ানোর পরিকল্পনা মাটি হতে পারেরবিবার হাওড়া ডিভিশনে বাতিল বহু ট্রেন, কলকাতা বেড়ানোর পরিকল্পনা মাটি হতে পারে
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 28 Dec 2024,
  • अपडेटेड 11:07 AM IST
  • হাওড়া শাখায় হরিপাল-নারিকূল স্টেশনের মধ্যবর্তী অংশে একটি ব্রিজ তৈরি হচ্ছে
  • শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে

বছরের শেষ রবিবারে হাওড়া থেকে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে পূর্ব রেল। ওইদিন হাওড়া ডিভিশনে ২৩টি ট্রেন চলবে না। শনিবার আরও চারটি লোকাল বাতিল রয়েছে। সবমিলিয়ে শনি-রবি মিলিয়ে হাওড়া শাখায় মোট ২৭টি ট্রেন চলবে না। পাশাপাশি শনিবার রাত থেকে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের সংযোগ নৈহাটি-ব্যান্ডেল শাখায় এক জোড়া নৈহাটি-ব্যান্ডেল (৩৭৫৫৭ ও ৩৭৫৫৮) লোকাল চলবে না

এছাড়াও দমদম স্টেশনে ডাউন লাইনে রেলের কাজের জন্য শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় ৪৭টি লোকাল বাতিল থাকবে বলে রেল আগেই ঘোষণা করেছিল। অর্থাৎ সবমিলিয়ে বছরের শেষ রবিবার ছুটির দিনে শিয়ালদা ও হাওড়া লাইনে পর্যাপ্ত ট্রেন না পেয়ে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। কলকাতা বেড়ানোর পরিকল্পনা অনেকেরই মাটি হতে পারে।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া শাখায় হরিপাল-নারিকূল স্টেশনের মধ্যবর্তী অংশে একটি ব্রিজ তৈরি হচ্ছে। সেই ব্রিজের নির্মাণ কাজের জন্য লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হবে।

আরও পড়ুন

শনিবার যে সমস্ত ট্রেন বাতিল থাকবে তার নম্বর হল

তারকেশ্বর থেকে–৩৭৩৫২, ৩৭৩৫৪
হাওড়া থেকে ৩৭৩৪৯, ৩৭৩৫১

রবিবার বতিল থাকা ট্রেনের নম্বর হল

তারকেশ্বর থেকে-৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৪১২, ৩৭৪১৬
হাওড়া থেকে-৩৭৩৭১, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৯, ৩৭৩৫৯, ৩৭৩০৩, ৩৭৩০৭
গোঘাট থেকে–৩৭৩৭২
আরামবাগ থেকে–৩৭৩৬০
হরিপাল থেকে– ৩৭৩০৮
সিঙ্গুর থেকে–৩৭৩০৪
শেওড়াফুলি থেকে–৩৭৪১১, ৩৭৪১৫

এছাডা়ও, হাওড়া-গোঘাট (৩৭৩৭৩) লোকাল রবিবার তারকেশ্বর থেকে যাত্রা শুরু করবে। গোঘাট থেকে যাত্রা শুরু করবে না।

যদিও,সুখবরও রয়েছে। হাওড়া ও লিলুয়া স্টেশনের মধ্যে বেনারস রোড ওভার ব্রিজের জন্য পাইল ফাউন্ডেশন সহ বো স্ট্রিং গার্ডার সেতু নির্মাণের জন্য ২১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০ জোড়া লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন, প্রতিদিনের যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেল হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত প্যাসেঞ্জার স্পেশাল লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। হাওড়া – ব্যান্ডেল প্যাসেঞ্জার স্পেশাল হাওড়া থেকে ছাড়বে বিকেল ৫টা ৪৭ মিনিটে, সন্ধে ৬টা ২৫ মিনিটে, সন্ধে সাড়ে ৭টায় ও রাত ৮টা ১০ মিনিটে। এছাড়াও, ব্যান্ডেল – হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর ৪টে ৪৫ মিনিট, ভোট ৫টা ৪০ মিনিট, সকাল ৮টা ২৮ মিনিট ও ৮টা ৫২ মিনিটে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement