Advertisement

Maoist Posters Bankura: 'এবার তোমাদের পালা', পহেলগাঁও আবহেই বাঁকুড়ায় 'মাওবাদী' পোস্টার

পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার পর ফুঁসছে দেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন করে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। এমন আবহেই রবিবার সকালে তালড্যাংরা এলাকায় মাওবাদীদের ৩টি পোস্টার। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ পুলিশ। সতর্ক জেলা প্রশাসনও।

Aajtak Bangla
  • বাঁকুড়া,
  • 27 Apr 2025,
  • अपडेटेड 2:07 PM IST

পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার পর ফুঁসছে দেশ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন করে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। এমন আবহেই
রবিবার সকালে তালড্যাংরা এলাকায় মাওবাদীদের ৩টি পোস্টার। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ পুলিশ। সতর্ক জেলা প্রশাসনও।

রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম পোস্টারটি দেখতে। তালড্যাংরা থানার সামনেই প্রথম পোস্টারটি ছিল। দ্বিতীয় পোস্টারটি ছিল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছে। তৃতীয় পোস্টারটি পাওয়া যায় বাঁকুড়া জেলা পরিষদের সভাপতির বাড়ির পাশে।

মাওবাদীদের পোস্টারগুলিতে কিষেণজি, সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর প্রতিশোধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর পাশাপাশি পঞ্চায়েত নেতাদের উদ্দেশেও হুমকির সুরে বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

এক সময় বাঁকুড়ার বিস্তীর্ণ জঙ্গলে মাওবাদীরা বেশ সক্রিয় ছিল। তবে, ইদানিংকালে তালড্যাংরা এলাকায় কখনও মাওবাদীদের উপস্থিতির কোনও প্রমাণ মেলেনি। তাই তালড্যাংরায় মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় শঙ্কায় স্থানীয়রা।

ঘটনার পরেই পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, রবিবার সকালে হাতে লেখা তিনটি পোস্টার উদ্ধার হয়েছে। সাদা কাগজে লাল কালি দিয়ে বার্তা লেখা হয়েছে। তিনটি পোস্টারের লেখাই একই রকম।

পোস্টারে উপজাতিদের জল, জমি ও বনভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে পঞ্চায়েত প্রধানদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে লেখা হয়েছে, ‘এবার তোমাদের পালা।’

পোস্টারের নিচে শেষ লাইনে লেখা ‘সিপিআই মাওবাদী’। পোস্টার নজরে আসতেই তালড্যাংরা থানার পুলিশ দ্রুত সেগুলি খুলে ফেলে।

পুলিশের একাংশের অনুমান, এই পোস্টারগুলির পেছনে প্রকৃত মাওবাদীদের যোগাযোগ নাও থাকতে পারে। তবে ঝুঁকি নেওয়া হবে না। তদন্তকারীরা ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়েছে তার খোঁজে তদন্ত চলছে জোরকদমে।

Read more!
Advertisement
Advertisement