জীবিত অবস্থাতেই মেয়ের ‘শেষকৃত্য’ সম্পন্ন করলেন বাবা-মা! শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার এক তরুণী ভিন্ন ধর্মের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এবং সম্প্রতি তাঁর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে। এই ঘটনায় মেয়ে নিখোঁজ হওয়ায় মঙ্গলবার তার পরিবার আমবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।
পুলিশ তদন্ত শুরু করলে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার পরিবারকে খবর দেয়। থানায় হাজির হলে মেয়েটির সঙ্গে মুখোমুখি দেখা হয় পরিবারের। সেখানেই মেয়েটি জানায়, সে স্বেচ্ছায় ওই ছেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে এবং আর বাড়ি ফিরবে না। পরিবারের পক্ষ থেকে তাকে বহু বোঝানো হলেও তাতে লাভ হয়নি।
এরপরেই পরিবার কঠোর সিদ্ধান্ত নেয়। তারা জানিয়ে দেয়, মেয়েটিকে তারা ‘ত্যাজ্য’ ঘোষণা করছে এবং জীবিত মেয়ের প্রতীকী ‘শেষকৃত্য’ করবে। ঠিক সেই মতো, মেয়ের একটি পুতুল তৈরি করে তা শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত থাকেন পাড়া-প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা। শ্মশানে সেই পুতুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘরে মেয়ের ছবি রাখা হয়, করা হয় কাঁদোকাঁদো শেষ বিদায়।
এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। একদিকে মেয়ের স্বাধীনতা ও প্রেমের অধিকার, অন্যদিকে সমাজ ও ধর্মীয় অনুশাসন, এই দুইয়ের দ্বন্দ্বেই যেন তৈরি হলো এমন এক হৃদয়বিদারক পরিণতি।
মানবাধিকার কর্মী ও সমাজকর্মীরা ইতিমধ্যেই ঘটনাটির কড়া নিন্দা করেছেন এবং মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বলেও জানা গেছে।