Advertisement

Firhad Hakim Son-in-Law Joined Congress: তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরহাদের জামাই, জানালেন দলত্যাগের কারণ

দল ছাড়লেন নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মন্ত্রীর জামাই ইয়াসির হায়দার।

কংগ্রেসে যোগ দিলেন মন্ত্রীর জামাই ইয়াসির হায়দারকংগ্রেসে যোগ দিলেন মন্ত্রীর জামাই ইয়াসির হায়দার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2023,
  • अपडेटेड 4:25 PM IST
  • দল ছাড়লেন নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই
  • তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মন্ত্রীর জামাই ইয়াসির হায়দার
  • তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ছিলেন তিনি

Firhad Hakim Son-in-Law Joined TMC: দল ছাড়লেন নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মন্ত্রীর জামাই ইয়াসির হায়দার (Yaseer Haidar)।  তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ছিলেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পাশে দাঁড়িয়ে জানালেন দল ছাড়ার কারণ। তৃণমূলে 'টাইগার' নামে পরিচিত। একুশে নির্বাচনের আগে একাধিকবার দলের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন। এবার পাকাপাকিভাবে দল ছাড়লেন মন্ত্রীর জামাই। 

শনিবার সাংবাদিক বৈঠক করে ইয়াসিরের দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন অধীর। ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, একাধিকবার বিদেশে টাকা পাচার করতে যান তিনি। যে কারণে মন্ত্রী-কন্যাকে নোটিসও দেয় ইডি। 

ইয়াসির বলেন, "তৃণমূলেই ছিলাম। কিন্তু ওখানে কাজ করার সুযোগ পাইনি। কোনও তোলাবাজিতে ছিলাম না। কেন ২০১৯-এ আমার নাম মোছা হল, আজও বুঝলাম না।" 

পাল্টা ফিরহাদের দাবি করে বলেন, "কংগ্রেস দলটাই উঠে যাবে। পরজীবী হয়ে বাঁচা যায় না।"

২০২১-এ ইয়াসির ফেসবুকে লিখেছিলেন, ‘একজন ভদ্রলোক আমাকে কয়েকবছর আগে বলেছিলেন, তুমি যদি সেলিব্রিটি বা চেনা মুখ হও তাহলে সহজে টিকিট পাবে। সেই পরামর্শটা আমার গ্রহণ করা উচিত ছিল। যারা দলের জন্য দিন রাত এক করে কাজ করে তাদের কেউ পাত্তা দেয় না। এটাই কঠিন সত্য।’ দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল ইয়াসিরের। তাঁকে দলীয় পদ থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। 

Read more!
Advertisement
Advertisement