Advertisement

Naushad Siddiqui: ছাব্বিশের ভোটে ফের বামেদের সঙ্গে জোট বাঁধবে ISF? জানালেন নওশাদ

বিধানসভা নির্বাচনে ২০২১-এ একসঙ্গে ভোটে লড়েছিল বাম-কংগ্রেস-আইএসএফ। যদিও সেই নির্বাচনে শুধুমাত্র আইএসএফ-ই একটি আসনে জয় পায়। বাম-কংগ্রেসের ঝুলি ছিল শূন্য। আগামী বছর রাজ্যে আবারও বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে কি ফের একবার বাম-কংগ্রেস ও আইএসএফ একসঙ্গে লড়বে? ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে এই প্রশ্ন। এরই মাঝে বড় খবর। 

নওশাদ সিদ্দিকিনওশাদ সিদ্দিকি
প্রীতম ব্যানার্জী
  • দক্ষিণ ২৪ পরগনা,
  • 26 Sep 2025,
  • अपडेटेड 6:24 PM IST

বিধানসভা নির্বাচনে ২০২১-এ একসঙ্গে ভোটে লড়েছিল বাম-কংগ্রেস-আইএসএফ। যদিও সেই নির্বাচনে শুধুমাত্র আইএসএফ-ই একটি আসনে জয় পায়। বাম-কংগ্রেসের ঝুলি ছিল শূন্য। আগামী বছর রাজ্যে আবারও বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে কি ফের একবার বাম-কংগ্রেস ও আইএসএফ একসঙ্গে লড়বে? ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে এই প্রশ্ন। এরই মাঝে বড় খবর। 

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার কাশিনগরে আইএসএফ-এর কর্মী সম্মেলন থেকে দলের বিধায়ক নওশাদ সিদ্দিকি ঘোষণা করলেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়াই করতে চিঠি পাঠানো হয়েছে। দুর্গোৎসবের পরেই আলোচনার মাধ্যমে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নওশাদ। তিনি আরও বলেন, ২০২৬ এর বিধানসভা নির্বাচনে আইএসএফ ডবল ডিজিটের আসন পাবে। 
 
সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে সত্যিই ফের এমন কোনও জোট তৈরি হয় কি না, সেই দিকে নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। অন্যদিকে, সম্প্রতি কলকাতার জলমগ্ন পরিস্থিতির প্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করেন আইএসএফ বিধায়ক।

Read more!
Advertisement
Advertisement