পেট্রোলের সেঞ্চুরি নিয়ে টুইটে কটাক্ষ অভিষেকের
পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামে নাভিশ্বাস দেশবাসীর। প্রতিদিনই কিছু-না-কিছু দাম বাড়ছে জ্বালানির। শুধু পেট্রোল-ডিজেলেই থেমে নেই, রেকর্ড দাম বেড়েছে ভর্তুকিহীন সিলিন্ডারেও। দেশের প্রতিটি কোণে সাধারণ মানুষ নাজেহাল। তার মধ্যেই প্রতিবাদ জানিয়ে টুইটারে বিজেপিকে ট্যাগ করলেন সর্বভারতীয় তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মোদিবাবু, পেট্রোল বেকাবু
তিনি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিকে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছে গিয়েছে বলে কটাক্ষ করেন। তাঁর দাবি সরকার খুব পরিশ্রম করে মানুষের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও লেখেন, ২০২০ সাল থেকে খুব বেশি পরিবর্তন হয়নি। সেই একই দোষারোপের খেলা চলছে। সাধারণ মানুষের চাহিদা ও দাবি একইভাবে নজরআন্দাজ করা হচ্ছে। তিনি ইংরেজিতে ৪ শব্দের হ্যাশট্যাগ প্রচার শুরু করে দেন। তাতে লেখেন #ModiBabuPetrolBekabu.
পুরনো টুইট তুলে আক্রমণ
একই সঙ্গে তিনি ২০২০ সালের ২৩ জুন করা নিজেরই একটি টুইটকে ফের তুলে ধরে, পরিবর্তন যে কিছুই হয়নি তা প্রমাণ করার চেষ্টা করেন।
পেট্রোল পাম্পে বিরোধী নেতাদের ছবি দাবি কুণালের
তাঁর সঙ্গে সুর মিলিয়ে একইভাবে পেট্রোলের দামকে সেঞ্চুরিতে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। তিনিও টুইটে কটাক্ষ উগরে দেন। তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর রাজ্যপাল জগদীপ ধনখড়কে ট্যাগ করে লেখেন, বাংলা বিরোধী রাজনীতি থেকে ফুরসত মিললে পেট্রোল পাম্পে যান, সেখানে সেঞ্চুরি করা পেট্রোলের সঙ্গে নিজের ছবি তুলে পোস্ট করুন।
পেট্রোলের সেঞ্চুরিতে শামিল রাজ্যও
দেশে পেট্রোলের দাম বহু জায়গায় আগেই ১০০ টাকা প্রতি ইউনিট ছুঁয়েছে। কিছু কিছু জায়গায় ডিজেলের দাম পার হয়েছে ১০০। শনিবার এ রাজ্যেও আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিঙে ১০০ টাকা পৌঁছেছে পেট্রোলের দাম। সব মিলিয়ে নাভিশ্বাস অবস্থা দেশবাসীর।
বিরোধীদের রোষ, নির্বিকার সরকার
প্রতিদিনই বিভিন্ন বিরোধীদলের তরফ থেকে জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য মুণ্ডপাত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। যদিও এ সমস্ত কিছু নিয়ে তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি সরকারের। সব তরফে ক্ষোভ দানা বাঁধছে। সব জায়গাতেই সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দলের নেতা জনপ্রতিনিধিরা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের ব্যর্থ বলে দাবি তুলে। তার মধ্যেই অভিষেক, কুণালের টুইট অন্য মাত্রা দিল।