দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের বিলম্বের কারণ জানাল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, উত্তরবঙ্গের মালদায় আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সেই কারণে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও অধরা। তবে খুব শীঘ্রই পরস্থিতির বদল হতে চলেছে। ২১ জুনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা।
উত্তরবঙ্গে যেখানে বৃষ্টি চলছে কমবেশি, সেখানে মৌসুমী বায়ু মালদায় প্রায় গত ৭২ ঘণ্টা ধরে আটকে রয়েছে। অনুকূল পরিস্থিতি পেয়ে ১৯ তারিখ অর্থাৎ সোমবার থেকেই সে মুভ করতে শুরু করবে। ২১ তারিখের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ ১৭ জুন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। ১৮ জুন থেকে ২০ জুন বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবণতা বাড়বে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। ১৮ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার খুব সম্ভাবনা রয়েছে। তারপর সার্বিকভাবে তাপমাত্রা কিছুটা কমবে। সোমবারের পর থেকে কলকাতার তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে।