এ বছর দেশে আগাম বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনই। মঙ্গলবার (১৩ মে, ২০২৫) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে গত দুই দিনে নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দক্ষিণ আরব সাগরের আরও কিছু অংশ, মালদ্বীপ এবং কোমোরিন অঞ্চলে, দক্ষিণ বঙ্গোপসাগরের আরও কিছু অংশে, সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আন্দামান সাগরের অবশিষ্ট অংশে এবং কেন্দ্রীয় বঙ্গোপসাগরের কিছু অংশে মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল। ২৭ মে কেরলে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যদি বর্ষা প্রত্যাশা অনুযায়ী কেরলে পৌঁছয়, তবে ২০০৯ সালের মতো এ বারও দেশে আগে ঢুকবে বর্ষা।
এদিকে, বাংলার জন্য আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। গোটা রাজ্যেই আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সোমবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে সব জেলাতেই। কয়েকটি জেলায় বজ্যবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরবর্তী ৩ দিনে সর্বোচ্চ তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না এবং পরবর্তী ২ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
আংশিক মেঘলা আকাশ। দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া খুব বেশি থাকবে। তাতে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সন্ধ্যার দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭° সেলসিয়াস এবং ২৮° সেলসিয়াস থাকতে পারে। গতকাল কলকাতা ও আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২° সেলসিয়াস (-০.৬), সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫° সেলসিয়াস (-৩.৫)। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ।