Advertisement

Monsoon in Bengal: বাংলা থেকে কত দূরে বর্ষা? স্বস্তির বৃষ্টি নিয়ে যা জানাচ্ছে আবহাওয়া দফতর

রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদিও এই বৃষ্টি এখনও প্রাক-বর্ষার 'প্রি-মনসুন' বৃষ্টি বা কালবৈশাখীই বলা যেতে পারে। তবে, বর্তমানে যা পরিস্থিতি, তাতে খুব শীঘ্রই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে চলেছে বলে অনুমান করছে আবহাওয়া দফতর।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2025,
  • अपडेटेड 1:46 PM IST

Monsoon in West Bengal: রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যদিও এই বৃষ্টি এখনও বর্ষার বৃষ্টি বলা যায় না। তবে, বর্তমানে যা পরিস্থিতি, তাতে খুব শীঘ্রই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে চলেছে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে বর্ষা ইতিমধ্যেই ঢুকে পড়েছে। মৌসুমী বায়ু এগিয়ে এখন পৌঁছে গিয়েছে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। উল্লেখযোগ্য বিষয় হল, সাধারণত যেখানে ১ জুন নাগাদ মৌসুমী বায়ুর এই অগ্রগতি লক্ষ্য করা যায়, এবারে তা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গের বর্ষা ও মৌসুমী বায়ু
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রতিবছর বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে। এই বায়ু বঙ্গোপসাগর হয়ে যখন ভারতের উপকূলীয় রাজ্যগুলিতে প্রবেশ করে, তখন বৃষ্টি হয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মৌসুমী বায়ু সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে রাজ্যে প্রবেশ করে। প্রথমে এটি ওড়িশা উপকূলের উপর দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে। এরপর ধাপে ধাপে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যায়। এই বায়ুর প্রবাহ যতটাই সক্রিয় হয়, ততই বেশি পরিমাণে বৃষ্টি হয়।

ছবি সূত্র- IMD

 

এ বছর পশ্চিমবঙ্গে বর্ষা কবে?
মধ্য বঙ্গোপসাগরে ইতিমধ্যেই মৌসুমী বায়ু পৌঁছে গিয়েছে জানাচ্ছে আবহাওয়া দফতর। এর মানে, ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী কয়েক দিনের মধ্যেই মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে এবছর বর্ষা সময়ের আগেই এসে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  

গোটা দেশে বর্ষার গতিপথ
এবার শুধু পশ্চিমবঙ্গই নয়, দেশের অন্য রাজ্যগুলিতেও বর্ষার অগ্রগতি বেশ দ্রুত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এবছর গড় বর্ষা স্বাভাবিকের চেয়ে পাঁচ শতাংশ বেশি হতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চল, ওড়িশা, বিহার সহ একাধিক রাজ্যে বর্ষা নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যেতে পারে।

কেরলে বর্ষা কবে?
ভারতে মৌসুমী বায়ুর প্রবেশদ্বার ধরা হয় কেরলকে। সাধারণত ৩০ মে নাগাদ কেরলে বর্ষা ঢোকে। আবহাওয়া দফতর প্রথমে জানায়, ২৭ মে নাগাদ কেরলে বর্ষা পৌঁছে যাবে। তবে বর্তমানে আরব সাগরে যে নিম্নচাপের ক্ষেত্র তৈরি হয়েছে, তা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে আগামী ২২ থেকে ২৪ মে-র মধ্যেই কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। অর্থাৎ, এবছর কেরলে বর্ষা প্রায় এক সপ্তাহ আগেই আসতে চলেছে।

Advertisement

সার্বিকভাবে, পশ্চিমবঙ্গের মানুষ খুব শীঘ্রই বর্ষার আমেজ অনুভব করতে চলেছেন। প্রবল গরমের পর এ এক স্বস্তির খবর বলা যেতে পারে।

Read more!
Advertisement
Advertisement