Advertisement

Booth level officers: 'কেন দায়িত্ব নিতে অনীহা?' রাজ্যের হাজারের বেশি বিএলও-কে শোকজ নির্বাচন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আগে বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যজুড়ে ১,০০০-এরও বেশি বিএলও-কে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, অনেকেই তাদের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। অথবা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেননি।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2025,
  • अपडेटेड 7:05 PM IST
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আগে বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগে চরম গাফিলতির অভিযোগ উঠেছে।
  • রাজ্যজুড়ে ১,০০০-এরও বেশি বিএলও-কে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আগে বুথ লেভেল অফিসার (BLO) নিয়োগে চরম গাফিলতির অভিযোগ উঠেছে। রাজ্যজুড়ে ১,০০০-এরও বেশি বিএলও-কে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। অভিযোগ, অনেকেই তাদের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। অথবা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেননি।

নির্বাচন কমিশনের এক অফিসার জানান, যারা নির্ধারিত সময়ে দায়িত্ব গ্রহণ করেননি, বা প্রশিক্ষণে অনুপস্থিত থেকেছেন। তাঁদের নোটিশের মাধ্যমে কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এমন উদাসীন আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বিএলও-এর ভূমিকা
বুথ লেভেল অফিসাররা ভোটার তালিকা সংশোধনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা নতুন ভোটার নিবন্ধন, নাম সংশোধন এবং ঠিকানা যাচাইয়ের মতো কাজে প্রত্যক্ষভাবে জড়িত থাকেন। সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, সি-গ্রেডের সরকারি কর্মচারী অথবা অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের এই কাজে নিয়োগ করা হয়।

কর্মী সংকট ও মানদণ্ড নিয়ে বিতর্ক
বর্তমানে রাজ্যে ৭০,০০০-এরও বেশি বিএলও রয়েছেন। কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যে মোট বুথের সংখ্যা অনুযায়ী এই সংখ্যা ৮১,০০০ ছুঁতে পারে। কিন্তু যদি প্রতি বুথে ভোটারের সর্বোচ্চ সংখ্যা ১,৫০০ থেকে কমিয়ে ১,২০০ করা হয়, তবে বিএলও-এর সংখ্যা ৯০,০০০-এ গিয়ে দাঁড়াতে পারে।

তবে সমস্যার জায়গা হচ্ছে, বর্তমানে কর্মরত বিএলও-দের মধ্যে প্রায় ৬০ শতাংশই কমিশনের নতুন নির্ধারিত যোগ্যতা মানদণ্ড পূরণ করেন না। তারা অনেকেই শিক্ষক, গ্রুপ সি কর্মচারী বা নির্ধারিত শ্রেণিভুক্ত নন। এই নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। রাজ্য সরকার তাদের আপত্তি জানিয়েছে এবং বিএলও নিয়োগে নমনীয়তা চেয়েছে।

নতুন নিয়ম ও পরবর্তী পদক্ষেপ
নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশিকায় বলা হয়েছে, নির্ধারিত মানদণ্ডের সরকারি কর্মচারীর অভাবে অঙ্গনওয়াড়ি, চুক্তিবদ্ধ শিক্ষক বা কেন্দ্রীয় কর্মচারীদেরও বিএলও হিসেবে নিযুক্ত করা যেতে পারে। তবে তা অবশ্যই যথাযথ প্রশিক্ষণ ও নির্দেশনা অনুযায়ী করতে হবে।

 

Read more!
Advertisement
Advertisement