মাদকের কারবারে উদ্বেগ রাজুর
দার্জিলিং পাহাড়ে মাদক কারবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিপথে চালিত হচ্ছে পাহাড়ের যুব সমাজ। এমনই উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালের কাছে দরবার করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা। এ ছাড়াও স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ ও নারকোটিক কন্ট্রোল ব্যুরোর ডিজির সঙ্গে এ বিষয়ে ব্যক্তিগতভাবে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
রাজ্যপালই ভরসা সাংসদের
শিলিগুড়ি করিডোর এর যে সমস্ত ড্রাগ এবং চোরাকারবারি ধরা পড়েছে তাদের জেরা করে পুলিশ বেশ কিছু সূত্র পেয়েছে। সে সমস্ত কিছু যাচাই করেই পুলিশের উপর ভরসা রেখে রাজ্যপালকে সরাসরি অভিযোগ করলেন রাজুবাবু। তাঁর দাবি তরাই-ডুয়ার্সের পাশাপাশি পাহাড়েও মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে একটা বড় চক্র কাজ করছে। তাদের গ্রেফতার করা আশু জরুরি। তা না হলে কয়েক বছরের মধ্যেই পাহাড়ের যুব সম্প্রদায় অতল গহ্বরে তলিয়ে যাবে।
নারকোটিক ব্যুরোর সঙ্গেও কথা বলবেন
রাজ্যের পুলিশের প্রতি তিনি খুব একটা আস্থা রাখতে পারছেন না। তাই কেন্দ্রীয় সরকারের নারকোটিক কন্ট্রোল ব্যুরোকে দিয়ে তদন্তের জন্য অনুরোধ করেছেন বলে জানান তিনি। ব্যুরোর ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা বলে স্থায়ী সমাধান চাইবেন তিনি।
পাচারের পাণ্ডা অধরা
কদিন আগেই সম্প্রতি মেল্লি বাজার, আলগাড়া সহ বেশ কিছু এলাকায় মাদক পাচারের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে পুলিশ কিছু তথ্য পেয়েছে। শিলিগুড়ি থেকে পাহাড়ের এই চক্র চালানো হয়েছে বলে পুলিশের কাছে খবর। তবে যারা ধরা পড়েছে, তারা শুধুমাত্র প্যাডলার এবং একেবারে নিম্নস্তরের পাচারকারী। মূল পান্ডা সবসময় অধরা। এই পাচারকারীরা বেশিরভাগই মুখ খোলে না। খুললেও তারা বেশিরভাগ সময়ই জানে না, কাদের জন্য পাচারের কাজ করছে।
বিকল্প রোজগারের সহজ উপায়েই ফাঁদ
করোনা পরিস্থিতিতে গত এক-দেড় বছর থেকে পাহাড়ের অর্থনৈতিক মরে গিয়েছে। বিকল্প রোজগারের জন্য মাদক পাচারের মতো সহজ এবং মোটা টাকা আয়ের হাতছানিতে ভুল পথে চালিত হচ্ছে পাহাড়ের যুব সম্প্রদায় বলে মনে করা হচ্ছে।
স্পর্শকাতর শিলিগুড়িতে পাচারের সেফ করিডর
শিলিগুড়ি দেশের একমাত্র জায়গা, যেখানে চারটি আন্তর্জাতিক সীমান্ত খুব কাছাকাছি রয়েছে। ফলে স্পর্শকাতর' শিলিগুড়িকে কেন্দ্র করে এই মাদকের চোরাকারবারের পিছনে আন্তর্জাতিক নাশকতার ছক থাকতে পারে বলে রাজুবাবুর আশঙ্কা। তাই তিনি নারকোটিক কন্ট্রোলের director-general এর সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানানো হবে বলে তার দাবি।
আজতক বাংলায় প্রকাশিত হয়েছিল খবর
কিছুদিন আগেই আজতক বাংলায় প্রকাশিত হয়েছিল একটি তদন্ত রিপোর্ট। তারপরই বেশ কয়েক জায়গায় লাগাতার অভিযান চালিয়ে পুলিশ বেশকিছু পাচারকারীকে গ্রেফতার করেছে।