Advertisement

Kalyan Banerjee: 'শুভেন্দু সত্যিই মার খেলে খুশি হতাম,' বেলগাছিয়ায় আঁচড়-কাণ্ডে কল্যাণের বক্তব্য

হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনা ধস এলাকা পরিদর্শনে গিয়ে 'রক্তাক্ত' হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁকে পুলিশি হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। যদিও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ করে বলেন, "শুভেন্দু এক নম্বরের ড্রামাবাজ লোক।"

বেলগাছিয়ায় আঁচড়-কাণ্ডে কল্যাণের বক্তব্যবেলগাছিয়ায় আঁচড়-কাণ্ডে কল্যাণের বক্তব্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2025,
  • अपडेटेड 2:35 PM IST

হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনা ধস এলাকা পরিদর্শনে গিয়ে 'রক্তাক্ত' হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তাঁকে পুলিশি হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। যদিও শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ করে বলেন, "শুভেন্দু এক নম্বরের ড্রামাবাজ লোক।"

এদিন লোকসভায় অধিবেশনে অংশগ্রহণ করেন। লোকসভার বাইরে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। শুভেন্দুকে কটাক্ষ করে কল্যাণ বলেন, "সবসময় সিআইএসএফ ঘিরে থাকে, ওকে কে মারবে? শুভেন্দু সত্যিই মার খেলে খুশি হতাম।"

অভিযোগ সোমবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারধর করেন শুভেন্দু। পাল্টা বিজেপির অভিযোগ, রক্তাক্ত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর এই খবর পাওয়া মাত্রই অ্য়াম্বুলেন্স নিয়ে বিধানসভায় পৌঁছন বিজেপি নেতা সজল ঘোষ। 

শুভেন্দু দাবি করেন, "‌আমাকে রক্তাক্ত করেছে পুলিশ। এই রক্ত আমি গুছিয়ে রাখলাম। আমি কি বাড়ি থেকে ব্লেড দিয়ে হাত কেটে এসেছি? আপনি মারলেন কেন? সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেন না। আপনি আটকাবেন না কেন?"

প্রসঙ্গত, সোমবার হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে। একেই জলসঙ্কট, তারওপর আবর্জনা ধসে চরম ভোগান্তি এলাকাবাসীর। এলাকার অনেক বাড়িতে ফাটল ধরছে। ত্রিপল খাটিয়ে রয়েছেন দুর্গতরা। আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশের সঙ্গে বচসা বিজেপির প্রতিনিধি দলের।
 

Read more!
Advertisement
Advertisement