Advertisement

Murshidabad: পুলিশ ও BSF-এর বড় অ্যাকশন, মুর্শিদাবাদে ২ বাংলাদেশি গ্রেফতার

মুর্শিদাবাদে অ্যাক্টিভ পুলিশ ও বিএসএফ। এরমধ্য়েই এবার মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার পুলিশ ও হারুডাঙ্গা বিএসএফের যৌথ উদ্যোগে ২ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতেও তোলা হয়।

মুর্শিদাবাদে ২ বাংলাদেশি গ্রেফতারমুর্শিদাবাদে ২ বাংলাদেশি গ্রেফতার
শুভদীপ রক্ষিত
  • মুর্শিদাবাদ,
  • 18 Apr 2025,
  • अपडेटेड 7:40 PM IST

মুর্শিদাবাদে অ্যাক্টিভ পুলিশ ও বিএসএফ। এরমধ্য়েই এবার মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার পুলিশ ও হারুডাঙ্গা বিএসএফের যৌথ উদ্যোগে ২ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতেও তোলা হয়।

গতকাল রাতে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার পুলিশ ও হাউডাঙ্গা বিএসএফের যৌথ উদ্যোগে হারুডাঙ্গা সীমান্ত এলাকায় দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেন বিএসএফ ও রাণীনগর থানার পুলিশ। দুই যুবককে আটক করে পরিচয় পত্র জানতে চাইলে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তারা নিজেকে বাংলাদেশী বলে জানান, তারপরেই দু'জনকে গ্রেফতার করে নিয়ে আসে রাণীনগর থানার পুলিশ। 

তবে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে কী কারণে বা এসেছিল ভাইয়ের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ। প্রধানত হাসিনার দেশ ছাড়ার পরেই বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশের সংখ্য়া দিন দিন বাড়ছে। সেই বিষয়টি বুঝতে পেরে সীমান্তে যেন নিরাপত্তা আরও বাড়িয়েছে ভারত। 

বাংলা থেকেই গ্রেফতার করা হয় এক করে অনেক বাংলাদেশিদের। অনেকে যেমন এই দেশে পালিয়ে এসেছিল ভয়ে আবার অনেকে এসেছিল অশান্তি করতে। সেই সংক্রান্ত অনেকেই গ্রেফতার হয়েছিল। কিন্তু মুর্শিদাবাদের ঘটনার পরে নতুন করে যেন বাংলাদেশের যোগ নিয়ে শুরু হয়ে গিয়েছিল কানাঘুষো। 

কিন্তু এবার যে গ্রেফতারির ঘটনা ঘটল তা নিয়ে তোলপাড় শুরু। কারণ, মুর্শিদাবাদের ঘটনার পরেই গ্রেফতার করা হল বাংলাদেশিদের। এখন তারা কী উদ্দেশ্যে বাংলার মুর্শিদাবাদে প্রবেশ করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Read more!
Advertisement
Advertisement