Advertisement

Fake Currency Recover: ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার, মূর্শিদাবাদ থেকে ধৃত ২

Fake Currency Recover: ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মূর্শিদাবাদের ধূলিয়ান এলাকায়। ধুলিয়ান কলাবাগান ফেরিঘাট থেকে ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকার জল নোট উদ্ধার হয়। এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক মহিলা ও এক ব্যক্তি

২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার২ লক্ষ টাকার জাল নোট উদ্ধার
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 13 Oct 2025,
  • अपडेटेड 6:00 PM IST
  • ২ লক্ষ টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মূর্শিদাবাদের ধূলিয়ান এলাকায়।

২ লক্ষ টাকার জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মূর্শিদাবাদের ধূলিয়ান এলাকায়। ধুলিয়ান কলাবাগান ফেরিঘাট থেকে ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকার জল নোট উদ্ধার হয়। এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক মহিলা ও এক ব্যক্তি

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশ শনিবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করে। ধৃতদের নাম ফরিদা বিবি (৩৯) ও তৈমুর শেখ (৪৫)। দুজনেরই বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত এলাকায়। ধুলিয়ান গঙ্গা ঘাট এলাকার কাছে গোপন সূত্রের ভিত্তিতে হানা দেয় পুলিশ। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম শনিবার রাতে অভিযান চালায়। অভিযানের সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লক্ষ ৯৯ হাজার ৫০০ টাকার জাল নোট। পুলিশ বলছে, জাল নোটের এই পরিমাণ এবং সংগঠনের গোপন ভাব নজরে রেখে এটি একটি বড় চক্রের অংশ হতে পারে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে মালদা সীমান্ত এলাকা থেকে এই জাল নোট নিয়ে আসা হয় এবং তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, যাতে তাদের সহযোগী বা নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া যায়। 
   
রবিবার সামশেরগঞ্জ থানায় এক সাংবাদিক সম্মেলনে ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান, বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এই জাল নোট নিয়ে গঙ্গা পেরিয়ে তারা ধুলিয়ান শহরে আসছিল। ঘাটে নামার পরেই পুলিশ তাদের আটক করে। ৫ দিনের হেফাজতের আবেদন করেছে পুলিশ। পুলিশি আধিকারিকরা সতর্ক করে বলছেন, জনগণ যেন জাল নোট চেনার বিষয়ে সচেতন থাকে। সন্দেহজনক নোট বা অর্থ পাওয়ার ক্ষেত্রে স্থানীয় থানায় অবিলম্বে জানানো জরুরি।

রিপোর্টারঃ সব্যসাচী ব্যানার্জি
 

Read more!
Advertisement
Advertisement