Advertisement

Sukanta Majumder: 'মুর্শিদাবাদে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছেন মহিলারা', দাবি সুকান্তের

মুর্শিদাবাদের মহিলারা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছেন দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। হিংসা সংঘর্ষের ঘটনার পর মুর্শিদাবাদে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানান রাজ্য বিজেপি সভাপতি। পাশাপাশি, এও বলেন কেন্দ্রীয় বাহিনী তুলে নিলে পরিস্থিতি আগের মতোই হয়ে যাবে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারবিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2025,
  • अपडेटेड 7:13 PM IST

মুর্শিদাবাদের মহিলারা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাইছেন দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। হিংসা সংঘর্ষের ঘটনার পর মুর্শিদাবাদে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানান রাজ্য বিজেপি সভাপতি। পাশাপাশি, এও বলেন কেন্দ্রীয় বাহিনী তুলে নিলে পরিস্থিতি আগের মতোই হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সুকান্ত বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল বারবার বলছে যে হিংসা বহিরাগতদের দ্বারা প্ররোচিত হয়েছে, কিন্তু স্থানীয়রা বলছে যে অপরাধীরা স্থানীয় ছিল। এক হিন্দু শিক্ষকের বাড়ি তাঁরই ছাত্রেরা ভাঙচুর করেছে... পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ; যতটুকু শান্তি আছে তা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির কারণে। কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নিলেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যেতে পারে... বাংলা থেকে হিন্দুরা পাচার হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীরা হিন্দুদের বোকা বানাতে থাকেন ইসলামী মৌলবাদ অব্যাহত থাকবে।"

এদিন, বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে শামিল হন জেলার বহু বিজেপি কর্মী, সমর্থকেরা। তাঁরা জেলাশাসকের দফতরের সামনে পৌঁছতেই পুলিশ ‘হাই সিকিওরিটি জোন’  বলে বাধা দেয়। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয় মিছিল।

ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মীরা। পুলিশ আটকালে সেখানেই হাতাহাতি শুরু হয়। লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বেশ কিছুক্ষণ ধরে এনিয়ে উত্তপ্ত হয়ে পড়ে বালুরঘাটের জেলাশাসক দফতর।

Read more!
Advertisement
Advertisement