Advertisement

RG Kar Case CBI: 'আমার মেয়ে ফিরে আসবে, এমনটা তো হবে না,' CBI-নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া তরুণী ডাক্তারের বাবার

মঙ্গলবার আরজি কর-কান্ডের তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেই মৃত চিকিৎসকের বাবা বলেন, 'এখন যা হচ্ছে তাতে আমি খুশি নই। হাইকোর্ট সিবিআই-কে দিয়েছে, কিন্তু আমার মেয়ে ফিরে আসবে, এমনটা তো আর কখনই হবে না। এমনটা তো আর হবে না যে, সকালে সে ডিউটিতে যাবে, রাতে আবার ফিরে আসবে। এমন কোনও সম্ভাবনাই নেই।'

সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2024,
  • अपडेटेड 10:36 PM IST
  • মঙ্গলবার আরজি কর-কান্ডের তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
  • চিকিৎসকের বাবা বলেন, 'এখন যা হচ্ছে তাতে আমি খুশি নই।'
  • এরপর তিনি বলেন, 'আমরা যদি সঠিক বিচার পাই, তাতে আমাদের মানসিক শান্তি হবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে।'

'আমার মেয়েটা তো আর ফিরে আসবে না...' 

মঙ্গলবার আরজি কর-কান্ডের তদন্তভার CBI-এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার প্রতিক্রিয়ায় চিকিৎসকের বাবা বলেন, 'এখন যা হচ্ছে তাতে আমি খুশি নই। হাইকোর্ট সিবিআই-কে দিয়েছে, কিন্তু আমার মেয়ে ফিরে আসবে, এমনটা তো আর কখনই হবে না। এমনটা তো আর হবে না যে, সকালে সে ডিউটিতে যাবে, রাতে আবার ফিরে আসবে। এমন কোনও সম্ভাবনাই নেই।'

এরপর তিনি বলেন, 'তবে আমরা যদি কিছু ভাল বিচার পাই এবং আমরা যদি সঠিক বিচার পাই, তাতে আমাদের মানসিক শান্তি হবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে।'

এর আগেও এই ঘটনায় একাধিক অপরাধী থাকার সম্ভাবনার কথা জানান মৃত চিকিৎসকের বাবা। bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। পরে স্টুডেন্টরা, আমাদের মুখ্যমন্ত্রী সিপি-কে নির্দেশ দেন। তারপরেই বিষয়টা আমাদের ফেভারে এসেছে।'

তিনি আরও বলেন, 'এই ঘটনাটা যেভাবে ঘটেছে, যাঁরা বিশেষজ্ঞ... ডাক্তাররা বলেন, একার পক্ষে এমন ঘটনা ঘটনো সম্ভব নয়।' 

এর পিছনে কি আরও কেউ রয়েছে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'অবশ্যই আছে। সেটা পুলিশ চেষ্টা করছে, তাতে কোনও সন্দেহ নেই।'

প্রসঙ্গত, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে গিয়ে চিকিৎসকের মা-বাবার সঙ্গে কথা বলেন। সেই সময় সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, পুলিশকে ৬ দিন সময় দেওয়া হবে। এর মধ্যে কুল কিনারা করতে না পারলে, তদন্তভার সিবিআই-কে তুলে দেওয়া যেতে পারে। কিন্তু তার আগেই, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement