নিউটাউনের ইকো পার্ক এলাকায় রহস্যমৃত্যু। সোমবার সকালে ইকো পার্ক থানা এলাকার ১১ নম্বর ট্যাঙ্কের কাছে রাস্তা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। স্থানীয়রাই প্রথম দেহটি দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় শ্রমিকদের অস্থায়ী আস্তানা রয়েছে। সম্প্রতি সেখান থেকে কয়েকটি মোবাইল ফোন খোয়া যাওয়ার অভিযোগও ওঠে। মৃতের ঘটনার সঙ্গে সেই অভিযোগের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে কি না, সেটাও তদন্ত করছে পুলিশ। এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত বছর জুনে এই ইকোপার্কেই বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ হারান এই তরুণী। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সিতে ধাক্কা মারে একটি বাইক। মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার বাসিন্দা তরুণী ত্রিয়াসী পালের(২১ বছর)।
সেই সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, বাইকের গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা মারার পর পিছনের সিটে বসা ত্রিয়াসী ছিটকে গিয়ে পড়েন ট্যাক্সির সামনের দিকে। গুরুতর আহত হন বাইকচালকও।
ওই দুর্ঘটনার পর পুলিশ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্যাক্সিকে আটক করে। গ্রেফতার করা হয় ট্যাক্সিচালককেও। জানা যায়, নো-পার্কিং জোনেই গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন ওই ট্যাক্সিচালক।
স্থানীয়দের অভিযোগ, একের পর এক ঘটনার পর ধরপাকড়ই সার। ইকো পার্কের আশপাশের রাস্তায় প্রায়দিনই বেপরোয়া গাড়ি, বাইক চালানোর ফলে দুর্ঘটনা ঘটছে। এই বিষয়ে প্রশাসনের দৃঢ় পদক্ষেপের দাবি করছেন তাঁরা।