Advertisement

Nadia: চাপড়ায় একী কাণ্ড! তৃণমূলের উত্তরীয় গলায় ইফতারে থানার আইসি

নদিয়ার চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়কে তৃণমূলের রাজনৈতিক মঞ্চে দলীয় প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয় পরে বসে ছিলেন। যা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

তৃণমূলের উত্তরীয় গলায় ইফতারে থানার আইসি।-ফাইল ছবিতৃণমূলের উত্তরীয় গলায় ইফতারে থানার আইসি।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2025,
  • अपडेटेड 4:10 PM IST
  • নদিয়ার চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়কে তৃণমূলের রাজনৈতিক মঞ্চে দলীয় প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয় পরে বসে ছিলেন।
  • যা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

নদিয়ার চাপড়া থানার আইসি অনিন্দ্য মুখোপাধ্যায়কে তৃণমূলের রাজনৈতিক মঞ্চে দলীয় প্রতীক চিহ্নযুক্ত উত্তরীয় পরে বসে ছিলেন। যা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

ঘটনার বিবরণ
সম্প্রতি নদিয়ার চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রমজান মাস উপলক্ষে একটি ইফতার মাহফিল এবং বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ্য। কিন্তু বিতর্কের সূত্রপাত ঘটে সেই অনুষ্ঠানে তৃণমূলের প্রতীক সংবলিত উত্তরীয় পরে তার উপস্থিতি ঘিরে।

ভাইরাল ছবি ও রাজনৈতিক প্রতিক্রিয়া
অনুষ্ঠানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে আইসিকে তৃণমূলের প্রতীক-সহ উত্তরীয় গলায় ঝুলিয়ে বসে থাকতে দেখা যায়। এই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি কড়া সমালোচনা শুরু করে।

বিজেপি নেতা সোমনাথ করের বক্তব্য, “থানার আইসি প্রশাসনের প্রতিনিধি, তিনি কোনও রাজনৈতিক দলের ক্যাডার নন। অথচ, তৃণমূলের মঞ্চে দলীয় উত্তরীয় পরে বসে থাকা স্পষ্ট প্রমাণ যে তিনি দলদাস হয়ে কাজ করছেন। ভবিষ্যতে এই মঞ্চের নেতারা যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হন, তখন আইসি কি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন?”

অন্যদিকে, তৃণমূলের উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবাশিস রায়ের দাবি, “এই ধরনের অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানো হয়। সেখানে আইসিকে সম্মানিত করা হলে তা বিতর্কের বিষয় হতে পারে না। উত্তরীয়তে দলীয় প্রতীক ছিল কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।”

আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন
বিরোধীরা প্রশ্ন তুলেছে, একজন পুলিশ আধিকারিকের রাজনৈতিক দলের মঞ্চে দলীয় প্রতীকসহ উত্তরীয় পরে থাকা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ তৈরি করছে। এতে পুলিশের নিরপেক্ষ ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ।

তদন্তের দাবি ও প্রশাসনের নীরবতা
বিজেপি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement