Advertisement

Police And Public Clash : ভোগ বিতরণ অনুষ্ঠানে ঝামেলা, কল্যাণীতে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ

জানা গিয়েছে, এলাকার একটি কৃষ্ণ মন্দিরে বিশেষ পুজো ছিল। সেই পুজো উপলক্ষে মন্দিরের তরফে এলাকাবাসীর মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সেই সময়ই ওই পুলিশের একটি গাড়িটি প্রচণ্ড গতিতে ধূলো উড়িয়ে সেখান দিয়ে যায়। যার তীব্র প্রতিবাদ জানান এলাকাবাসী। সেই শুনে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে পুলিশের গাড়িটি। এরপর পুলিশকর্মীদের সঙ্গে এলাকাবাসীদের বচসা শুরু হয়। একসময় বচসা পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত করে তোলে।

কল্যাণীতে জনতা-পুলিশ সংঘর্ষ
Aajtak Bangla
  • কল্যাণী,
  • 19 Feb 2023,
  • अपडेटेड 9:28 PM IST
  • জনতা-পুলিশ সংঘর্ষ
  • পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি
  • পালটা লাঠিচার্জের অভিযোগ

জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত নদিয়ার কল্যাণীর (Nadia Kalyani) বিদ্যাসাগর কলোনি এলাকা। পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পুলিশকর্মীদের লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। উলটে দেওয়া হয় পুলিশের গাড়ি। পালটা লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধেও। লাঠির আঘাত থেকে শিশু এবং মহিলারাও বাদ যাননি বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় নামানো হয় ব়্যাফ। নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায় তার জন্য মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

জানা গিয়েছে, এলাকার একটি কৃষ্ণ মন্দিরে বিশেষ পুজো ছিল। সেই পুজো উপলক্ষে মন্দিরের তরফে এলাকাবাসীর মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সেই সময়ই ওই পুলিশের একটি গাড়িটি প্রচণ্ড গতিতে ধূলো উড়িয়ে সেখান দিয়ে যায়। যার তীব্র প্রতিবাদ জানান এলাকাবাসী। সেই শুনে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে পুলিশের গাড়িটি। এরপর পুলিশকর্মীদের সঙ্গে এলাকাবাসীদের বচসা শুরু হয়। একসময় বচসা পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত করে তোলে।
 
অভিযোগ, এরপরই পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে উত্তেজিত জনতা। পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশের গাড়িটি উলটেও দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ। পালটা ব়্যাফ ও পুলিশ বাহিনী স্থানীয়দের ওপরে লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকী শিশু এবং মহিলাদের ওপরেও লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে। ঘটনায় উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কয়েকজনকে আটকও করেছে পুলিশ। যদিও ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।

এই ঘটনায় পুলিশ সূত্রে খবর, জনতার ইটবৃষ্টিতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে কয়েকজন সাধারণ নাগরিকও জখম হয়েছেন। ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। একইসঙ্গে ঘটনায় আরও কারা জড়িত সেই বিষয়টিও খতিয়ে দেখেছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে চাপা ক্ষোভ রয়েছে এলাকাবাসীর মধ্যেও। 
 

Advertisement

আরও পড়ুন - অনেক টাকা কামান, অথচ মাসের শেষে পকেট ফাঁকা থাকে এই ৫ রাশির

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement