Advertisement

Darjeeling: দার্জিলিং-এ বেড়াতে গিয়ে করবেন না এই ৪ ভুল, হতে পারে বড় শাস্তি

পুজো শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রতিবারের মতো এবারেও পুজোর ছুটিতে দার্জিলিং বেড়াতে যাবেন অনেকেই। ট্রেন বা বাসের টিকিট কাটার মাঝেই জেনে নিন কিছু নিয়ম। যা না মানলে হতে পারে বড় অঙ্কের জরিমানা। পুজোর ছুটিতে পরিবারকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়ে এ ধরণের বিড়ম্বনার মুখে পড়তে কেউই চাইবেন না। তাই আগেই এ বিষয় সতর্ক হওয়া প্রয়োজন।

দার্জিলিং দার্জিলিং
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2025,
  • अपडेटेड 5:05 PM IST

পুজো শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। প্রতিবারের মতো এবারেও পুজোর ছুটিতে দার্জিলিং বেড়াতে যাবেন অনেকেই। ট্রেন বা বাসের টিকিট কাটার মাঝেই জেনে নিন কিছু নিয়ম। যা না মানলে হতে পারে বড় অঙ্কের জরিমানা। পুজোর ছুটিতে পরিবারকে সঙ্গে নিয়ে বেড়াতে গিয়ে এ ধরণের বিড়ম্বনার মুখে পড়তে কেউই চাইবেন না। তাই আগেই এ বিষয় সতর্ক হওয়া প্রয়োজন।

কী কী করা যাবে না?
বাঁদরদের খাওয়ানো-
দার্জিলিংয়ে যাঁরা ঘুরতে গেছেন তাঁরা অনেকেই বাঁদরদের সম্মুখীন হয়েছেন। তাদের কলা বা অন্যান্য খাবার খাইয়েছেন। কিন্তু আর সে ভুল করা যাবে না। বাঁদরদের কোনও কিছু খাওয়ানো কঠোরভাবে বন্ধ করে দেওয়ার পিছনে মূলত ২টি কারণ দেখাচ্ছে দার্জিলিং প্রশাসন। এক হল বাঁদর ও মানুষের মধ্যে যে দ্বন্দ্ব মাঝেমধ্যেই সমস্যার কারণ হয় তা বন্ধ হবে। এর পরেও যদি এমন ঘটনা ঘটে তবে অন্তত ৫ হাজার টাকা জরিমানা হতে পারে।   

সিগারেট খাওয়া- ঘুরতে গিয়ে যত্রতত্র ধূমপান করা আমাদের অনেকেরই অভ্যাস। তবে মল রোডে প্রকাশ্যে ধুমপান করলে হতে পারে কড়া শাস্তি। তাই এদিকে নজর রাখতে হবে। না হলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। দার্জিলিং পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, 'জনসাধারণের জন্য উন্মুক্ত স্থানে বা শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি ধূমপান করলে ২০০ টাকা জরিমানা করা হবে।'

নোংরা ফেলা- নির্দিষ্ট জায়গা ছাড়া নোংরা ফেললে জরিমানা দিতে হতে পারে। দার্জিলিং পৌরসভা বেশ কিছুদিন আগেই পাহাড়ি শহরে আবর্জনা ফেলার সময় ধরা পড়লে তাৎক্ষণিক জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

প্লাস্টিকের ব্যবহার- প্লাস্টিক সবসময়ই পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এবার দার্জিলিং-এ প্লাস্টিক ব্যবহার করলে বিরাট জরিমানা করা হতে পারে। তাই প্লাস্টিক ব্যবহার নিয়েও সতর্ক থাকতে হবে। না হলে পুজোর ছুটিতে ঘুরতে গিয়ে বড় সমস্যায় পড়তে হবে। তাই এদিকে নজর রাখতে হবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement