Advertisement

New Train Sealdah To Jalpaiguri: শিয়ালদা থেকে উত্তরবঙ্গের নতুন ট্রেন, রাজ্যের কোন কোন স্টেশনে থামবে?

New Train Sealdah To Jalpaiguri: মোট ১১ টি স্টপেজ দেবে নয়া এই ট্রেন যা খবর, মোট ট্রেনের ১৯ কামরার থাকছে। বেশির ভাগটাই বাতানুকূল বলে জানা যাচ্ছে। ট্রেনের টিকিটের ভাড়াও অনেক সস্তা হবে বলেও জানা গিয়েছে।

প্রায় গোটা রাজ্য ঘোরার সুযোগ, শিয়ালদা থেকে নয়া ট্রেন পৌঁছবে উত্তরবঙ্গ, কবে থেকে চালু?প্রায় গোটা রাজ্য ঘোরার সুযোগ, শিয়ালদা থেকে নয়া ট্রেন পৌঁছবে উত্তরবঙ্গ, কবে থেকে চালু?
Aajtak Bangla
  • কলকাতা ও শিলিগুড়ি,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 12:42 AM IST

New Train Sealdah To Jalpaiguri:: আরও সহজ হতে চলেছে উত্তরবঙ্গ যাওয়া! একেবারে নতুন একটিও ট্রেনের ঘোষণা করেছে ভারতীয় রেল। দীর্ঘসময় ধরে উত্তরবঙ্গ থেকে রাতের একটি ট্রেনের দাবি ছিল সাধারণ মানুষের। এমনকী যেভাবে পর্যটকদের চাপ বাড়ছে তাতে বাড়তি ট্রেনের দাবি ক্রমশ জোরাল হচ্ছিল। অবস্থা এবং পরিস্থিতি বুঝেই উত্তরবঙ্গের জন্য বিশেষ ট্রেন ভারতীয় রেলের।

বিজেপি সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন, উত্তরবঙ্গ থেকে বন্দেভারত চালানোর পরিকল্পনা আছে। তবে ব্যতিক্রমী হিসাবে নয়া ট্রেন রেল চালাবে বলে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, নয়া এই ট্রেন দেওয়ার পিছনে বিজেপি সাংসদের বড় ভূমিকা আছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে বাড়তি একটি ট্রেন (North Bengal New Train) চালানোর দাবি জানান।

এক নজরে টাইমটেবিল
নয়া ট্রেন শিয়ালদহ থেকে জলপাইগুড়ি রোড স্টেশনের মধ্যে চলাচল করবে । সাপ্তাহিক অর্থাৎ প্রতি শুক্রবার করে শিয়ালদহ থেকে ছাড়বে। অন্যদিকে শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ এই ট্রেনটিই জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়বে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেকদিন শুক্রবার করেই রাত ১১টা বেজে ৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে এই ট্রেন। এনজেপি স্টেশন পৌঁছবে শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ। সেখান থেকে যাবে যাবে জলপাগুড়ি রোড স্টেশন পর্যন্ত। সেখানে পৌঁছবে দুপুর বারোটা পনেরো মিনিটে। সেদিনই অর্থাৎ শনিবার রাত সাড়ে আটটায় জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে রাত ৯টা ১৫ মিনিটে। এরপর রবিবার শিয়ালদহ পৌঁছবে ট্রেনটি সকাল ৮ টা নাগাদ।

কোথায় কোথায় স্টপেজ?
নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর সিটি, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদহ টাউন, আলুবাড়ি রোড, বাশৌই, সামসি, কৃষ্ণগঞ্জ এবং নিউ জলপাগুড়ি। মোট ১১ টি স্টপেজ দেবে নয়া এই ট্রেন যা খবর, মোট ট্রেনের ১৯ কামরার থাকছে। বেশির ভাগটাই বাতানুকূল বলে জানা যাচ্ছে। ট্রেনের টিকিটের ভাড়াও অনেক সস্তা হবে বলেও জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, নয়া এই ট্রেন সম্ভবত চলতি মাস অর্থাৎ মার্চ মাস থেকেই চালু হবে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেই খবর।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement