পেট্রোকার্বন অ্যান্ড কেমিক্যালসের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ার বুকে দুটি নতুন কারখানার উদ্বোধন হতে চলেছে। জানা গিয়েছে, হলদিয়ার বাড়ধান্যঘাটায় ১৫ একর জমির উপর প্রায় ৯১ কোটি টাকা বিনিয়োগ করে গড়ে তোলা হবে ২টি কারখানা। রাজ্যে প্রথম এই দুটি কারখানা গড়ে তোলা হচ্ছে। ফলে খুশির হাওয়া হলদিয়া শিল্পাঞ্চলজুড়ে।
ইলেকট্রিক্যালি ক্যালসাইন্ড অ্যানথ্রাসাইট প্লান্ট বছরে ৭২ হাজার টন অ্যানথ্রাসাইট উৎপাদন করতে পারবে। যা দেশ ও বিদেশের স্টিল এবং অ্যালুমিনিয়াম কারখানাগুলির কাঁচামাল হিসাবে ব্যবহৃত হবে। দেশের বিভিন্ন অ্যালুমিনিয়াম স্টিল প্লান্টে সরবরাহের পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, রাশিয়া ইত্যাদি বিভিন্ন দেশেই এই প্লান্টের উৎপাদিত পণ্য সরবরাহ করা হবে।
অন্যদিকে, কোলতার ডেস্টিলেশান প্ল্যান্ট ৬০ হাজার টন উন্নতমানের কোলতার উৎপাদন করতে পারবে। জানা গিয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৪০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কারখানা দু’টিতে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় বছরের মধ্যে শেষ হবে কারখানার নির্মাণ কাজ। ২০২৬ সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে দু’টি কারখানা থেকে উৎপাদন শুরু করার টার্গেট রয়েছে এই সংস্থার। সংস্থার জেনারেল ম্যানেজার কৌস্তভ মুখোপাধ্যায় জানান, আগে থেকেই সংস্থার নিজস্ব জমি কেনা রয়েছে। ফলে জমি জটের সমস্যা হবে না বলেই মনে করছেন তাঁরা।
অন্যদিকে, হলদিয়া বন্দর রেলপথ এবং সড়ক পথের সুবিধাও রয়েছে। এদিন প্রশাসনিক এবং সংস্থার আধিকারিকরা স্থানীয় মানুষদের নিয়ে এই দুটি কারখানা তৈরি করার জন শুনানি করেন। দীর্ঘ কয়েক বছর পর হলদিয়ায় নতুন বিনিয়োগে খুশির হাওয়া শিল্পাঞ্চলে।
সংবাদদাতাঃ চন্দন সেনাপতি