Advertisement

কোনও উন্নয়নই হয়নি, আউশগ্রামে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সাংসদ অসিত মাল

দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল। একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সাংসদ। সেখানে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। 

আউশগ্রামে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সাংসদ অসিত মালআউশগ্রামে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সাংসদ অসিত মাল
স্বপন কুমার মুখার্জি
  • আউশগ্রাম,
  • 18 Nov 2025,
  • अपडेटेड 7:29 PM IST

দলীয় কর্মীদের ক্ষোভের মুখে পড়লেন বোলপুরের তৃণমূল সাংসদ অসিত মাল। একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সাংসদ। সেখানে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। 

আউশগ্রামের গ্রামবাসীরা তাঁকে দেখতেই বলে ওঠেন, "স্যার আমাদের একটা দাবি আছে আপনার কাছে। আউশগ্রামের জন্য আপনি কী করেছেন? রাস্তাঘাট ড্রেন কিছুই তো হয়নি আমাদের। আপনি তো আমাদেরও সংসদ। ৫ বছর তো আপনাকে আমরা দিয়েছি। আপনি বলুন তো একটা টিউবওয়েল দিয়েছেন?"

সাংসদ অসিত মালকে নির্বাচিত করার নেপথ্যে আউশগ্রামের ভোটারদের ভোট রয়েছে। স্বাভাবিকভাবেই তাদের দাবি এটি খুব অন্যায্য নয় বলে দাবি।

এখানেই গ্রামবাসীদের তথা তৃণমূল কর্মী সমর্থকদেরই ক্ষোভের মুখে পড়েন বোলপুরের সাংসদ অসিত মাল। তৃণমূলের পতাকা হাতে রাস্তাতেই তাঁকে আটকান কয়েকজন। হাতজোড় করে এরপর তাঁরা বলেন, "স্যার আমাদের একটা দাবি আছে আপনার কাছে। আউশগ্রামের জন্য আপনি কী করেছেন। রাস্তাঘাট, ড্রেন কিছুই তো হয়নি আমাদের। আপনি তো আমাদেরও সংসদ। ৫ বছর তো আপনাকে আমরা দিয়েছি। আপনি বলুন তো আপনি একটা টিউবওয়েল দিয়েছেন?"

জনতার এই প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান এমপি। গ্রামবাসীদের সঙ্গে তাঁর কথোপকথনের দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করছিলেন একজন। তা দেখে রীতিমতো তেড়ে যান সাংসদ। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল।

বিজেপি  মুখপাত্র শান্তরূপ দে বলেন, এটা শুধু আউশগ্রামের ঘটনা নয়, এই তৃণমূলের যে কোনও জনপ্রতিনিধিরা অভ্যাস করে নিন সাধারণ মানুষের প্রশ্নের মুখোমুখি হওয়ার। কারণ আপনারা যেখানেই যাবেন সেখানেই দুর্নীতির প্রশ্ন সাধারণ মানুষ করবেন। তৃণমূলের যে কোনও নেতা সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চায়। সাধারণ মানুষ যখন দুর্নীতির, উন্নয়নের বিষয়ে প্রশ্ন করেন তখনই কণ্ঠরোধ করতে চান তৃণমূলের জনপ্রতিনিধিরা। 

অন্যদিকে, এ বিষয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা করা হয়েছে। উন্নয়ন হয়নি এই অভিযোগ ঠিক নয়। ঝান্ডা নিয়ে ক্যামেরা নিয়ে ফুটবল মাঠে সাংসদকে  উন্নয়নে কথা বলার জন্য যাওয়া  অন্য কোন উদ্দেশ্য বলেই  মনে করছে তিনি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement