Advertisement

বিনামূল্য অক্সিজেন-অ্যাম্বুলেন্স পরিষেবা পর্ণশ্রী থানার! অসুস্থ শহরকে বাঁচানোর প্রয়াস

১০ থেকে ১৫ গুণ বেশি দামে কিনতে হচ্ছে জীবনদায়ী গ্যাস। অক্সিজেন এর কালোবাজারির পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বিরুদ্ধে উঠে আসছে নানা অভিযোগ। এহেন 'অসুস্থ' শহরের পাশে এসে দাঁড়াচ্ছে পর্ণশ্রী থানার পুলিশ। অক্সিজেন সিলিন্ডার থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা, প্রয়োজনে সবটাই বিনামূল্যে পৌঁছে দিচ্ছে পর্ণশ্রী থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ১০ই মে থেকে আজ পর্যন্ত মাত্র চার দিনে সাহায্য চেয়ে মোট ৪৬ টি ফোন কল এসেছে। পুলিশ সূত্রে খবর, গত ১০ই মে থেকে আজ পর্যন্ত মাত্র চার দিনে সাহায্য চেয়ে মোট ৪৬ টি ফোন কল এসেছে।
রাজেশ সাহা
  • কলকাতা ,
  • 15 May 2021,
  • अपडेटेड 3:26 PM IST
  • 'অসুস্থ' শহরের পাশে এসে দাঁড়াচ্ছে পর্ণশ্রী থানার পুলিশ
  • অক্সিজেন সিলিন্ডার থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা, প্রয়োজনে সবটাই বিনামূল্যে পৌঁছে দিচ্ছে
  • যাবতীয় ওষুধ এমনকি বাজারও বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন পুলিশকর্মীরা

করোনাকালে দেশজুড়ে দেখা দিয়েছে ভয়ঙ্কর অক্সিজেনের সঙ্কট। শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন না পেয়ে মৃত্যু হচ্ছে বহু করোনা আক্রান্তের। এরই মধ্যে শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কালোবাজারি। ১০ থেকে ১৫ গুণ বেশি দামে কিনতে হচ্ছে জীবনদায়ী গ্যাস। অক্সিজেন এর কালোবাজারির পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির বিরুদ্ধে উঠে আসছে নানা অভিযোগ। এহেন 'অসুস্থ' শহরের পাশে এসে দাঁড়াচ্ছে পর্ণশ্রী থানার পুলিশ। অক্সিজেন সিলিন্ডার থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা, প্রয়োজনে সবটাই বিনামূল্যে পৌঁছে দিচ্ছে পর্ণশ্রী থানার পুলিশ। শুধু তাই নয়, করোনা আক্রান্তের বাড়িতে যাবতীয় ওষুধ এমনকি বাজারও বিনামূল্যে পৌঁছে দিচ্ছেন পুলিশকর্মীরা।

পর্ণশ্রী থানার ওসি সৌম্য ঠাকুরের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় শুরু হয়েছে এই পরিষেবা। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই পরিষেবার দায়িত্বে একজন নোডাল অফিসারও নিয়োগ করা হয়েছে থানার তরফে। পর্ণশ্রী থানার ফোন নাম্বার অথবা ওই নোডাল অফিসার এর নাম্বারে ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে পরিষেবা। রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হলে, এই ফোন নাম্বারে সাহায্য চাইলেই, কলকাতা শহরের মধ্যে যে কোনও হাসপাতালে  নিখরচায় পৌঁছে দেবে পুলিশের অ্যাম্বুলেন্স। এছাড়াও জরুরী ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়লে, থানার নাম্বারে একবার ফোন করলেই বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার।

এমনকী, হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তের বাড়িতে কোনও ওষুধ পৌঁছে দিতে হলেও ভরসা সেই পর্ণশ্রী থানার পুলিশ। নোডাল অফিসার এর হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাক্তারের প্রেসক্রিপশন পাঠিয়ে দিলেই, বাড়িতে বসেই পাওয়া যাবে ওষুধের ফ্রি হোম ডেলিভারি। তবে এক্ষেত্রে ওষুধের শুধুমাত্র মূল্য প্রদান করতে হবে রোগীকে।

আরও পড়ুন

রাজ্য ইতিমধ্যেই জারি হয়েছে লকডাউন। থানার এক আধিকারিক বলেন, "সাহায্য চেয়ে ফোন আসছে প্রচুর, কিন্তু আমাদেরও একটা সীমিত সামর্থ্য আছে। তাই সেই সীমাবদ্ধতার মধ্যে থেকেই মানুষের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করছি সকলে মিলে। এই সময় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবার পাশে দাঁড়ালেই সঙ্কটের মোকাবিলা সম্ভব"।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ১০ই মে থেকে আজ পর্যন্ত মাত্র চার দিনে সাহায্য চেয়ে মোট ৪৬ টি ফোন কল এসেছে। সীমিত ক্ষমতার মধ্যে এই পর্যন্ত মোট ১১ জন রোগীকে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া গিয়েছে। এছাড়াও গত চার দিনে পাঁচ জনেরও বেশি করোনা আক্রান্তের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন পুলিশকর্মীরা।

Read more!
Advertisement
Advertisement