Advertisement

North 24 Pargana Shootout: ফিল্মি কায়দায় গুলি করে খুন করে পরনের কোট খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, স্বরূপনগরে আতঙ্ক

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভোরবেলা প্রকাশ্যে গুলি চালিয়ে দুষ্কৃতীরা খুন করল এক ব্যক্তিকে। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপল এলাকায় ঘটে এই নৃশংস ঘটনা।

স্বরুপনগরে শুটআউট।-ফাইল ছবিস্বরুপনগরে শুটআউট।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Mar 2025,
  • अपडेटेड 11:49 AM IST
  • উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভোরবেলা প্রকাশ্যে গুলি চালিয়ে দুষ্কৃতীরা খুন করল এক ব্যক্তিকে।
  • মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপল এলাকায় ঘটে এই নৃশংস ঘটনা।

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভোরবেলা প্রকাশ্যে গুলি চালিয়ে দুষ্কৃতীরা খুন করল এক ব্যক্তিকে।  মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপল এলাকায় ঘটে এই নৃশংস ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ৩২-এর ইসারুল গাজী নিজের মোটরবাইকে চড়ে স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি গ্রামে যাচ্ছিলেন। ঠিক সেই সময় দুটি মোটরবাইকে করে ছ’জন দুষ্কৃতী এসে ফিল্মি কায়দায় গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ইসারুল প্রাণ বাঁচাতে একটি বাড়িতে আশ্রয় নেন, কিন্তু সেখান থেকেই দুষ্কৃতীরা তাঁর গায়ের কোট নিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, ইসারুলের কাছে দামি কোনো বস্তু ছিল, সেটিই হাতানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। তবে দুষ্কৃতীদের সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলেছেন। ইতিমধ্যেই পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের ধরতে তল্লাশি চালানো হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement