Advertisement

North 24 Parganas: দলীয় 'কার্ড' দেখালেই সরকারি কাজে ছাড়পত্র, TMC নেতার মন্তব্যে বিতর্ক

গত কয়েকদিন হল খবরের শিরোনামে রয়েছেন বনগাঁর তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ। সম্প্রতি রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে আক্রমণ শানাতে দেখা গিযেছিল তাঁকে। পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরকেও আক্রমণ করেন দাঙ্গাবাজদের নেতা বলে ৷ এবার দলীয় কর্মীদের পরিচয়পত্র দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি।

র দলীয় কর্মীদের পরিচয়পত্র দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন র দলীয় কর্মীদের পরিচয়পত্র দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন
দীপক দেবনাথ
  • বনগাঁ,
  • 03 Apr 2022,
  • अपडेटेड 10:56 PM IST
  • গত কয়েকদিন হল খবরের শিরোনামে রয়েছেন বনগাঁর তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ
  • সম্প্রতি রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে আক্রমণ শানাতে দেখা গিযেছিল তাঁকে
  • এবার দলীয় কর্মীদের পরিচয়পত্র দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি

গত কয়েকদিন হল খবরের শিরোনামে রয়েছেন  বনগাঁর তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ। সম্প্রতি রাজ্যপালকে দাঙ্গাবাজদের প্রতিনিধি বলে আক্রমণ শানাতে দেখা গিযেছিল তাঁকে। পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীরকেও আক্রমণ করেন দাঙ্গাবাজদের নেতা বলে ৷ এবার দলীয় কর্মীদের পরিচয়পত্র দেওয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন তিনি। 

 

 

আরও পড়ুন

উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় দলের কর্মিসভায় দলের নেতাকর্মীদের অপকর্ম কমাতে "কার্ড" ব্যবহারের নির্দেশিকা দিলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ। তিনি বলেন, অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতি-সহ দলের সদস্যদের প্রত্যেককে একটি করে কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে তারা প্রত্যেকে সমস্ত সরকারি অফিসে যাবেন এবং সেখানে গিয়ে তারা কার্ড দেখিয়ে যদি বলেন আমি তৃণমূল করি, তাহলে বাড়তি গুরুত্ব পাবেন। সেই সঙ্গে কাজের সমাধানও হয়ে যাবে। রবিবার গোবরডাঙা টাউন হল মঞ্চে দাঁড়িয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনগাঁর তৃণমূল জেলা সভাপতি গোপাল শেঠ  জানান "ধরুন যদি কেউ বেলুড়মঠে কোন সামাজিক কাজ করতে যান এবং সেখানে সামাজিক কাজের নাম করে কোন অপকর্ম করেন তাহলে সেই কার্ডের নাম্বারটি ধরেই তাকে অনায়াসেই ধরা যাবে। আবার ভালো কাজ করলেও তা জানা যাবে। তার জন্যই এই কার্ডের চিন্তাভাবনা।" গোপাল শেঠের এই মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। এই নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। 

Read more!
Advertisement
Advertisement