Advertisement

North Bengal: মমতাকে দেখেই 'দিদি আমায় দলে ফেরান', একদা ঘনিষ্ঠ নেতার কাকুতি মিনতি VIRAL

'আমাকে শাস্তি দিন, কিন্তু দলে ফিরিয়ে নিন দিদি। একটা প্রণাম করব,' এভাবেই কাকুতি মিনতি করলেন তৃণমূলের একসময়ের দাপুটে নেতা। হাত জোড় করে মুখ্যমন্ত্রীর কাছে দলে ফিরিয়ে নেওয়ার আর্জি করেন। 

তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহাতৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা
বিশাল দাস
  • জলপাইগুড়ি,
  • 08 Oct 2025,
  • अपडेटेड 2:14 PM IST

'আমাকে শাস্তি দিন, কিন্তু দলে ফিরিয়ে নিন দিদি। একটা প্রণাম করব,' এভাবেই কাকুতি মিনতি করলেন তৃণমূলের একসময়ের দাপুটে নেতা। হাত জোড় করে মুখ্যমন্ত্রীর কাছে দলে ফিরিয়ে নেওয়ার আর্জি করেন। 

১২০ কোটি টাকার আর্থিক দুর্নীতির দায়ে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তৃণমূল থেকে বহিষ্কার করা হয় স্বপন সাহাকে। পরবর্তীতে বিভিন্ন টালবাহানার পর চলতি বছরের জানুয়ারির শেষদিকে জলপাইগুড়ির মাল পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি। তুলে নেওয়া হয় তার নিরাপত্তা। যদিও এক সময়ের এই দোর্দণ্ডপ্রতাপ নেতার চোখেই ডুয়ার্সের একটি বড় এলাকার রাজনৈতিক পরিস্থিতি দেখতেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বেরিয়ে আসার জন্য অপেক্ষা করছিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ বলে সম্বোধন করে একবার প্রণাম করতে দেওয়ার অনুরোধও করেন। ভিডিওতে দেখা যায় তৃণমূলের বহিষ্কৃত নেতা স্বপন সাহা মুখ্যমন্ত্রীকে বলেন, "আমাকে শাস্তি দিন, কিন্তু দলে ফিরিয়ে নিন দিদি। একটা প্রণাম করতে দিন।"

যদিও সেই অনুরোধও প্রত্যাখ্যান করেন মুখ্যমন্ত্রী নিজেই। এরপর তিনি প্রণাম করতে চাইলেও মুখ্যমন্ত্রী কর্ণপাত না করে সামনের দিকে হেঁটে চলে যান। এক সময়ের দাপুটে নেতার এমন করুণ চিত্র দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করেছেন।

একরাতের দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। মঙ্গলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে এসে পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি প্রথমেই পৌঁছে যান নাগরাকাটায়। সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের বহিষ্কৃত নেতা স্বপন সাহা। 
 

Read more!
Advertisement
Advertisement