Advertisement

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত আরও ৩ শিশু

জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল তিন শিশুর।বেড়েই চলেছে শিশুমৃত্যুর সংখ্যা। যার ফলে উদ্বিগ্ন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। শিশুর মৃত্যুর পরই চিকিৎসা ব্যবস্থা নিয়ে তড়িঘড়ি শিশু বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষ। 

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 29 Sep 2021,
  • अपडेटेड 12:04 AM IST
  • উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত আরও ৩ শিশু
  • বেড়েই চলেছে শিশুমৃত্যুর সংখ্যা
  • যার ফলে উদ্বিগ্ন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ

জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল তিন শিশুর।বেড়েই চলেছে শিশুমৃত্যুর সংখ্যা। যার ফলে উদ্বিগ্ন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবকরা। শিশুর মৃত্যুর পরই চিকিৎসা ব্যবস্থা নিয়ে তড়িঘড়ি শিশু বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্তৃপক্ষ। 

মৃত শিশুদের পরিচয়

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বাসিন্দা শিবাংশ শা নামে ৯ মাসের এক শিশুর। জলপাইগুড়ি জেলার কাঠামবাড়ির বাসিন্দা সুদীপ সরকার নামে ৩৪ দিনের এক শিশু এবং নকশালবাড়ি ব্লকের হাতিঘিসার বাসিন্দা প্রাচী তিরকে নামে ১ মাস ১৫ দিনের এক শিশুর এদিন মৃত্যু হয়। মৃতদের মধ্যে প্রাচী ও শিবাংশের নিউমোনিয়া এবং সুদীপের সেপসিস হয়েছিল বলে জানা গিয়েছে। 

এদিন সকালে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয় ওই তিন শিশুর। ফের শিশু মৃত্যুর ঘটনায়,"উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক জানান, "শিশুদের জ্বর ও শ্বাসকষ্টের পাশাপাশি তারা প্রত্যেকে আনুসাঙ্গিক কোনও না কোনও রোগে আক্রান্ত ছিল। চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় পাননি চিকিৎসকরা।" 

এদিকে এদিনের বৈঠকের পর হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "এদিন বিভাগীয় প্রধান এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক হয়েছে। কিছু চিকিৎসা প্রণালী নিয়ে আলোচনা হয়েছে। শিশু মৃত্যু কমানোর যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।"

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement