IMD weather update: ফেব্রুয়ারি মাস শেষের মুখে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। উত্তরবঙ্গের চারটি জেলায়(North Bengal rain alert) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে মার্চের শুরু থেকেই বাড়তে চলেছে গরম।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টির সঙ্গে হালকা বরফ পড়তে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আবহাওয়া(South Bengal summer forecast) আপাতত শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূল ও গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হবে।
শুক্রবারই শেষ ফেব্রুয়ারি মাস। মার্চের শুরুতেই দক্ষিণবঙ্গে গরমের দাপট শুরু হতে পারে(temperature rise)। মার্চের প্রথম সপ্তাহেই তাপমাত্রা দ্রুত বাড়বে। ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। দিনের তাপমাত্রাও ২৯.৮ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে।
রাজস্থানের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং ২ মার্চের নতুন পশ্চিমি ঝঞ্ঝার কারণেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত আবহাওয়া পরিষ্কার থাকবে।