এক রাতের মধ্যে চোখের পলকে যেন লন্ডভন্ড হয়ে গেল সবকিছু। গ্রামের পর গ্রাম বিচ্ছিন্ন। ভেসে গিয়েছে প্রচুর ঘরবাড়ি। রাস্তাঘাট বন্ধ। গৃহহীন হয়েছেন অসংখ্যা মানুষ। পাহাড়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন শতাধিক মানুষ। সকলেরই প্রশ্ন, কবে ফের স্বাভাবিক হবে পাহাড়ের আবহাওয়া। কবে বৃষ্টি কমবে দার্জিলিঙে?
পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং এবং কালিম্পঙে সোমবারও চলবে অতিবৃষ্টি। কোচবিহার, জলপাইগুড়িতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দার্জিলিং জেলায় রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও আলিপুরদুয়ারেও সোমবারও লাগাতার বৃষ্টি হবে।
জানা যাচ্ছে, রবিবার বিকেল ৫টা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। জলপাইগুড়িতেও রবিবার বিকেল পাঁচটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলেছে। দার্জিলিং ও জলপাইগুড়ির মতো কালিম্পংয়েও বৃষ্টি জারি রয়েছে।
সোমবার সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। রবিবার রাতভর সেই জেলার একাধিক অংশে প্রবল বর্ষণ হয়েছে। সোমবার সকালের পর সেখানে বৃষ্টি কিছুটা হলেও কমবে বলে খবর। তবে জারি থাকবে হলুদ সতর্কতা।
কবে কমবে বৃষ্টি?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে পারে। সেদিন কেবলমাত্র দুই দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ফুঁসছে নদী
অন্যদিকে, তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা সহ উত্তরবঙ্গের নদীগুলির বিপদসীমার উপর দিয়ে বইছে। শিলিগুড়ি শহরে জল ঢুকছে। কোনও কোনও ওয়ার্ড জলমগ্ন। সেজন্য রবি ও সোমবার সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।