Advertisement

North Bengal Weather Update: দার্জিলিঙে ৩ ডিগ্রি, টাইগার হিলের রাস্তায় বরফ, উত্তরবঙ্গে বাকি জেলাগুলির কী খবর?

পাহাড়ে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। দার্জিলিঙে তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। শিশির জমে বরফের আস্তরণ পড়েছে টাইগার হিলের রাস্তায়।

দার্জিলিঙের আবহাওয়া।-ফাইল ছবিদার্জিলিঙের আবহাওয়া।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Dec 2025,
  • अपडेटेड 3:05 PM IST
  • বড়দিনেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত।
  • উত্তর থেকে দক্ষিণবঙ্গ,  সর্বত্রই একধাক্কায় নেমেছে পারদ।

বড়দিনেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই একধাক্কায় নেমেছে পারদ। সঙ্গে বইছে কনকনে উত্তুরে হাওয়া। ভোর থেকেই শিরশিরে ঠান্ডায় কাঁপছে শহর থেকে পাহাড়। শীতের দাপট টের পাচ্ছেন মানুষজন।

পাহাড়ে শীতের প্রকোপ সবচেয়ে বেশি। দার্জিলিঙে তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। শিশির জমে বরফের আস্তরণ পড়েছে টাইগার হিলের রাস্তায়। বৃহস্পতিবার ভোরে পাহাড়ি এলাকায় হঠাৎ করেই ব্যাপক পারদপতন লক্ষ্য করা গিয়েছে। শহর এলাকাতেও তাপমাত্রা নেমেছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে টাইগার হিলের রাস্তায় জমে থাকা বরফ দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন পর্যটকেরা। যদিও সিকিমে তুষারপাতের পূর্বাভাস থাকলেও, দার্জিলিঙে এখনই তুষারপাতের কোনও সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দফতর।

সিকিম আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ২৫ ডিসেম্বর থেকে বর্ষশেষ পর্যন্ত সিকিম ও সংলগ্ন উত্তরবঙ্গের সমতল এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। পাহাড়ি এলাকায় কোথাও কোথাও পারদ হিমাঙ্কের নীচেও নেমে যেতে পারে।

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার দিনভর কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি হয়েছে ঘন কুয়াশার হলুদ সতর্কতা। বড়দিনে জলপাইগুড়িতে কুয়াশাচ্ছন্ন আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.০২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০.০৮ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সের আকাশেও কুয়াশার দাপট। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কুয়াশায় ঢাকা চারিদিক।

শুক্রবারও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। বেলা বাড়লেও রোদের দেখা মিলবে না বলেই পূর্বাভাস। সকালের দিকে কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ থেকে ৫০ মিটারে। দক্ষিণবঙ্গেও কুয়াশার প্রভাব থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও বীরভূমে।

দক্ষিণবঙ্গও পিছিয়ে নেই শীতের দাপটে। বড়দিনের ভোরে দক্ষিণের ছ’টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সিউড়িতে ৯ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.১ ডিগ্রি, বর্ধমানে ১০ ডিগ্রি, আসানসোলে ১০.৪ ডিগ্রি, বহরমপুরে ১০.৪ ডিগ্রি, মেদিনীপুরে ১২.৬ ডিগ্রি, ব্যারাকপুরে ১৩ ডিগ্রি এবং ডায়মন্ড হারবারে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ।

Advertisement

কলকাতাতেও বড়দিনের ভোরে শীতের কামড় স্পষ্ট। শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। চলতি মরসুমে এটাই এখনো পর্যন্ত সবচেয়ে ঠান্ডা দিন। কনকনে উত্তুরে হাওয়ার সঙ্গে শীতের আমেজে মুড়েছে শহর।
 

 

Read more!
Advertisement
Advertisement