Advertisement

North Bengal Weather Forecast Snowfall: দার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস

North Bengal Weather Forecast Snowfall: সপ্তাহান্তে বরফের চাদরে ঢাকতে পারে দার্জিলিং, হতে পারে বৃষ্টিও, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে সমতলের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বর্তমানে।

দার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিসদার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা, তারিখ জানিয়ে দিল হাওয়া অফিস
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 19 Jan 2025,
  • अपडेटेड 5:17 PM IST

North Bengal Weather Forecast Snowfall: সংক্রান্তিতে ঠান্ডা হঠাৎ কমে গিয়েছিল উত্তরবঙ্গ। তবে সংক্রান্তি পেরোতেই মাঘে ফিরল শীত। বৃহস্পতিবার সকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা উত্তরবঙ্গের একাধিক জেলায়। হাড় কাঁপানো না হলেও কনকনে শীত নেমেছে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলিতে। শীতে কাঁপছে দার্জিলিং সহ পাহাড়ি এলাকা। তুষারপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায়।

সপ্তাহান্তে বরফের চাদরে ঢাকতে পারে দার্জিলিং, হতে পারে বৃষ্টিও, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে সমতলের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বর্তমানে। হাওয়া অফিসের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্র ও শনিবার দার্জিলিংয়ে এক-দুটি জায়গায় তুষারপাত হতে পারে। হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাহাড়ে তুষারপাত হলে সমতলে নামবে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও মালদা জেলায় এসপ্তাহে আবহাওয়া শুষ্কই থাকবে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার এক-দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এসপ্তাহে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে ৯, কার্শিয়াংয়ে ৮, শিলিগুড়িতে ১৪ ডিগ্রি। জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ১৫ ডিগ্রি ছিল। আগামী কয়েকদিনে ঠান্ডার প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

Read more!
Advertisement
Advertisement