যুবককে খুন (Murder) করে তাঁর দেহ লুকিয়ে রাখা হয়েছিল কচুরিপানার তলায়! চাঞ্চল্যকর এই ঘটনা উত্তর ২৪ পরগণা (North 24 Parganas)-এর স্বরূপনগর (Swarupnagar)-এ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগ গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিহতের নাম সমীরণ বিশ্বাস (৪০)। ধৃতদের নাম তপন বাইন ও অমল মল্লিক। মদের আসরে বচসার জেরে ওই যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বন্ধুদের হাতে তিনি খুন হয়েছে বলে অভিযোগ। তারপর পুকুরে কচুরিপানার তলায় লুকিয়ে রাখা হয়েছিল। যবুককে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।
ঘটনার তদন্তে নেমে স্বরূপনগর Swarupnagar) থানার পুলিশ পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে। যুবক খুনের ঘটনার জেরে শনিবার সকালে স্বরূপনগর ব্লকের তেতুলিয়া খালদার কাঠেরপুল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
আরও জানা গিয়েছে ,শুক্রবার রাতে তিন বন্ধু মিলে মদের আসরে বসিয়েছিল। সেখানে মদ্যপ অবস্থায় হাতাহাতি হয় তাঁদের মধ্যে। আর তার জেরে বন্ধুদের হাতে খুন হয় সমীরণ বিশ্বাস (৪০)৷
তাঁর দেহ লোপাট করার জন্য খালের জলে কুচড়িপানার তলায় ঢুকিয়ে দেওয়া হয় মৃতদেহ ৷ ঘটনা জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থল থেকে তপন বাইন ও অমল মল্লিক নামে দুই যুবককে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধের কথা স্বীকার করেছে। তারা জানায়, সমীরণ বিশ্বাসকে খুন করেছে তারা। এরপর খালের কচুড়িপানার তলায় লুকিয়ে রেখে দেওয়া হয়েছে ৷ শুক্রবার রাত থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে পুলিশের তৎপরতা চলছে।
অবশেষে পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের এক প্রতিনিধি দল খালে নামে। তারপর দীর্ঘক্ষণের চেষ্টায় কচুরিপানা সরিয়ে এদিন সকালে সমীরণ বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করতে পেরেছে তারা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। কী কারণে গোলমাল, তা জানার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, তা-ও দেখছে পুলিশ। অপরাধে কোনও অস্ত্র ব্যবহার করা হয়েছিল কিনা, তা দেখা হচ্ছে।