Advertisement

Singur Nurse Dead: সিঙ্গুরের নার্সিংহোমের ঘরে ঝুলছে কিশোরী নার্সের দেহ, খুন না আত্মহত্যা?

নন্দীগ্রামের বাসিন্দা এক নার্সের দেহ উদ্ধার হল সিঙ্গুরের নার্সিংহোমে। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। নার্সের পরিবারের অভিযোগ, যৌন নির্যাতান করা হয়েছে। আত্মহত্যার ঘটনা বলে দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • সিঙ্গুর ,
  • 15 Aug 2025,
  • अपडेटेड 11:54 AM IST
  • নন্দীগ্রামের নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার সিঙ্গুরের নার্সিংহোমে
  • পরিবারের অভিযোগ, যৌন নির্যাতন করা হয়েছে
  • নার্সিংহোমের দাবি নার্স আত্মহত্যা করেছেন

আরজি করের নৃশংস ঘটনার বছর পার হতে না হতেই এবার নার্সের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য। হুগলি জেলার সিঙ্গুরের একটি নার্সিংহোমে উদ্ধার হল ২৪ বছর বয়সী নার্সের দেহ। পুলিশ জানিয়েছে, নার্সিংহোমের তিনতলার একটি ঘরে ঝুলন্ত অবস্থায় ওই নার্সের দেহ উদ্ধার হয়। স্বাধীনতা দিবসের দিন সকালে এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, মৃত নার্স পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বাসিন্দা। মাত্র ৪ দিন আগেই সিঙ্গুরের ওই নার্সিংহোমে চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। পিটিআই-কে ওই নার্সিংহোমের এক আধিকারিক বলেন, 'নার্সের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সেই রিপোর্ট আসছে, মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়।'

নিহতের পরিবারের অভিযোগ, নার্সিংহোমে বেআইনি কারবার চলছিল। সেগুলির পর্দাফাঁস করেছিলেন ওই নার্স। সে কারণেই তাঁর উপর যৌন নির্যাতন করা হয় এবং তারপর হত্যা করা হয়। পরিবারের বক্তব্য, এটি আত্মহত্যার ঘটনা হতেই পারে না। পরিকল্পিত হত্যা বলেই দাবি করেছে নার্সের বাবা-মা।

অন্যদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ওই নার্স আত্মহত্যাই করেছেন।

ঘটনা ঘিরে সিঙ্গুরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। বিরোধী BJP এবং CPIM এই ঘটনা নিয়ে পথে নেমেছে। তাদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা। স্থানীয় TMC বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, 'পুলিশি তদন্তে কোনও গন্ডোগোল প্রকাশ্যে এলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।'

এদিকে, নার্সিংহোমের মধ্যে কর্তব্যরত নার্সের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য পরিবারকে না জানিয়েই এক প্রকার জোর করে নিয়ে চলে যায় পুলিশ, এমনটাই অভিযোগ BJP-র। এদিন ১২টা ১৫ মিনিটে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন BJP-র মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র।

 

Read more!
Advertisement
Advertisement