Advertisement

বুদ্ধর ছবি এঁকে ফের মৌলবাদীদের তোপের মুখে নুসরত

শুক্রবার ইনস্টাগ্রামে রিল ভিডিয়ো আপলোড করেছেন নুসরত। সেখানে সাদা ক্যানভাসে গৌতম বুদ্ধর ছবি আঁকতে দেখা যায় তাঁকে। ৮ সেকেন্ডের সেই ভিডিয়োর কারণেই এবার কটাক্ষের শিকার নুসরত।

নুসরত জাহান। ফোটো- ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Dec 2020,
  • अपडेटेड 6:28 PM IST
  • ফের মৌলবাদীদের কটাক্ষের শিকার নুসরত জাহান
  • গৌতম বুদ্ধর ছবি এঁকে আরও একবার বিতর্কের মুখে সাংসদ
  • ৮ সেকেন্ডের সেই ভিডিয়োই বিতর্কের কারণ

ফের একবার মৌলবাদীদের আক্রমণের শিকার সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। গৌতম বুদ্ধর ছবি এঁকে আরও একবার বিতর্কের মুখে তৃণমূল কংগ্রেসের এই সাংসদ। শুক্রবার ইনস্টাগ্রামে রিল ভিডিয়ো আপলোড করেছেন নুসরত। সেখানে সাদা ক্যানভাসে গৌতম বুদ্ধর ছবি আঁকতে দেখা যায় তাঁকে। ৮ সেকেন্ডের সেই ভিডিয়োর কারণেই এবার কটাক্ষের শিকার নুসরত। 

ভিডিয়োতে দেখা যাচ্ছে সাদা ক্যানভাসের উপর গৌতম বুদ্ধর একটি মুখ আঁকা। তার পাশে নিজের মতো পাতা আঁকছেন নুসরত। সেই ভিডিয়ো আপলোড করার পরই বিতর্কের শুরু। ধর্মীয় অনুশাসনের বিষয় নিয়ে নুসরতকে তোপ দাগলেন মৌলবাদীরা। 

ছবির রঙ নিয়েও মন্তব্য করেছেন এখানে। তবে কেবল কটাক্ষ নয়, প্রশংসাও করেছেন অনেকে। কেউ আবার প্রশ্ন তুলেছেন ছবি বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে। তবে নুসরত প্রথমবার বিতর্কের মুখে পড়েননি। আগেও বার বার তাঁকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

সাংসদ হওয়ার পর শপথ নিতে শাখা-সিঁদুর পরে যান নুসরত জাহান। তখনও কট্টরপন্থীদের তোপের মুখে পড়েছিলেন তিনি। এমনকী টিকটক নিয়েও বার বার ট্রোল করা হয়েছে তাঁকে। তবে সবকিছুকেই সামলে নিয়েছেন নুসরত জাহান। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement