Advertisement

Tourist Car Accident At Siliguri: কুয়াশায় বিপত্তি, দার্জিলিং যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত; আহত ৫

Tourist Car Accident At Siliguri: কুয়াশায় বিপত্তি, দার্জিলিং যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত নদিয়ার ২ পর্যটক, জখম ৫। শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ার দুর্ঘটনাটি ঘটেছে। জখমদের সকলকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছেয

কুয়াশায় বিপত্তি, দার্জিলিং যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত; আহত ৫
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 07 Jan 2023,
  • अपडेटेड 5:43 PM IST
  • কুয়াশায় বিপত্তি শিলিগুড়িতে
  • দার্জিলিং যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত ২
  • আহত আরও ৫ পর্যটক

Tourist Car Accident At Siliguri: ঘন কুয়াশায় বিপত্তি। বেঘোরে প্রাণ গেল ২ পর্যটকের। গাড়িতে দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ায় ট্রাকের পিছনে ধাক্কা মারে পর্যটক বোঝাই গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। আরও ৫ জন গুরুতর জখম। মৃত ও জখম সকলেই নদিয়ার বাসিন্দা। পুলিশই খবর পেয়ে সকলকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। গাড়িটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং যাচ্ছিল ওই পর্যটকের দলটি। তাঁরা গাড়িতে শিলিগুড়ির দিকে আসছিলেন। সেখান থেকে দার্জিলিং যাওয়া কথা ছিল। ফাঁসিদেওয়ার সঈদাবাদ চা-বাগানের কাছে আসেন সকাল নাগাদ। পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পর্যটক-বোঝাই গাড়িটি। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়ে যায়। জখমরা ভিতরেই আটকে ছিলেন। 

পুলিশের প্রাথমিক অনুমান, কুয়াশার জেরে দৃশ্যমান্যতা কমে যাওয়াতেই লরিতে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার বিধাননগর ফাঁড়ির পুলিশ পৌঁছয়। গাড়ি থেকে ৭ জন পর্যটককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ২ পর্যটকের মৃত্যু হয় রাস্তাতেই। মৃত গণেশ সরকার ও রানা চক্রবর্তীর বাড়ি নদিয়ায়। জখম অতনু ঘোষ, নিরঞ্জন সরকার, সুধীর বিশ্বাস, তমাল সরকার, গাড়ির চালক অক্ষয় দাস। এরা সবাই নদিয়ার তাহেরপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

কুয়াশার কারণে গত কয়েকদিনে একাধিক দুর্ঘটনার খবর মিলেছে। একাধিক মৃত্য়ুর ঘটনা সামনে এসেছে। তবে সম্প্রতি এটাই এই এলাকার মধ্য সবচেয়ে বড় দুর্ঘটনা। রাতে কুয়াশায় গাড়ি চালানোতে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement