Advertisement

Odisha Train Accident Ex-gratia: ওড়িশা ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যে ২ হাজারের নোট, TMC-কে নিশানা বিজেপির

এদিন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করে ট্যুইট করেন, বাংলার এক মন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। তাতে ২,০০০ টাকার নোটে আর্থিক সাহায্য দেওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, এই টাকার উৎস কী? তিনি একটি ভিডিও ট্যুইট করেন যাতে দেখা যায় তিনজন মহিলা ২,০০০ টাকার নোটের বান্ডিল ধরে আছেন। তিনি প্রশ্ন তোলেন এটা কি তৃণমূলের কালো টাকা সাদা করার রূপান্তরিত করার উপায়?

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যে ২ হাজারের নোট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2023,
  • अपडेटेड 12:44 AM IST
  • বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার দিনই আর্থিক সাহায্যের ঘোষণা করেন
  • সেই মতো রাজ্য সরকারের তরফে কিছু পরিবারের কাছে টাকা পৌঁছেও যায়

Odisha Train Accident Ex-gratia: বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় (Odisha Balasore Train Accident) দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় হাজারখানেক। এদের মধ্যে কেউ পা হারিয়ে পঙ্গু, কারও হাত কাটা গেছে। কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই এই ক্ষতিগ্রস্ত স্বজনহারা পরিবারগুলিকে অর্থ সাহায্যের ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার দিনই আর্থিক সাহায্যের ঘোষণা করে দিয়ে যান। সেই মতো রাজ্য সরকারের তরফে এক পরিবারের কাছে টাকা পৌঁছেও যায়। তবে তা বান্ডিল বান্ডিল ২ হাজার টাকার নোট। স্বজনহারা পরিবার কি তবে এই মানসিক পরিস্থিতিতে নোট বদলের লাইনের দাঁড়াবে? পাশাপাশি কালো টাকা সাদা করতে ২ হাজারের নোট এই অসহায় পরিবারকে দেওয়া হয় বলে দাবি করে বিজেপি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে। 

এদিন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করে ট্যুইট করেন, বাংলার এক মন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন। তাতে ২,০০০ টাকার নোটে আর্থিক সাহায্য দেওয়া হয়। তিনি প্রশ্ন তোলেন, এই টাকার উৎস নিয়ে। সঙ্গে একটি ভিডিও ট্যুইট করেন যাতে দেখা যায় তিনজন মহিলা ২,০০০ টাকার নোটের বান্ডিল ধরে আছেন। তিনি প্রশ্ন তোলেন এটা কি তৃণমূলের কালো টাকা সাদা করার উপায়?

এত ২০০০ টাকার নোট এল কোথা থেকে?
সুকান্ত মজুমদার ট্যুইটে  লিখেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের একজন মন্ত্রী তৃণমূলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিচ্ছেন। আমি সাহায্যের প্রশংসা করি। কিন্তু এই প্রসঙ্গে আমারও প্রশ্ন এই ২০০০ টাকার নোটের বান্ডিলের উৎস কী?'

তৃণমূল নেতারা কালো টাকা সাদা করছেন?
বিজেপির রাজ্য সভাপতি আরও লেখেন, 'বর্তমানে বাজারে ২০০০ টাকার নোটের সরবরাহ কম এবং ব্যাঙ্কের মাধ্যমে পরিবর্তনের প্রক্রিয়া চলছে। অসহায় পরিবারকে ২০০০ টাকার নোট দিয়ে তাদের সমস্যা আরও বেড়েছে। দ্বিতীয় প্রশ্ন হল, কালো টাকাকে সাদাতে রূপান্তরিত করার নয় কি?'

Advertisement

TMC-র পাল্টা জবাব
সুকান্ত মজুমদারের ট্যুইটের পাল্টা জবাব দেয় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সুকান্ত মজুমদারের ট্যুইটটি ভিত্তিহীন বলে দাবি করেন। তৃণমূল নেতা ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, '২০০০ টাকার নোট কি অবৈধ? এই বিজেপি সরকারই তো এই নোট চালু করেছে। একটি ভিত্তিহীন ট্যুইট। এটা কোনও বেআইনি কাজ নয়, আজকে কেউ যদি কাউকে ২০০০ টাকার নোট দেয় সেটা বেআইনি বা কালো টাকা নয়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement