D.El.Ed কলেজে ভর্তির নামে দুর্নীতির অভিযোগ। এমন পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার থেকে আর রাজ্যের কোনও ডিএলএড কলেডে অফলাইন অ্যাডমিশন থাকবে না। অর্থাৎ,অনলাইন পদ্ধতির বাইরে, সরাসরি কলেজে গিয়ে বা দালাল মারফত কেউ ভর্তি হতে পারবেন না। কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
বর্তমানে রাজ্যে ৪৪টি সরকারি ডিএলএড কলেজ রয়েছে। বেসরকারি কলেজের সংখ্যা ৬০০-রও বেশি। এই সমস্ত কলেজেই কোথাও আর অফলাইন ভর্তি নেওয়া হবে না। পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই বিষয়ে জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এতে কী লাভ হবে?
আদালতে পর্ষদ জানিয়েছে, কলেজগুলিতে ভর্তির আগে মেধাতালিকাও অনলাইনে প্রকাশিত হবে। কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা প্রকাশ করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। এর ফলে সামগ্রিক ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে।
D.El.Ed কেন গুরুত্বপূর্ণ?
প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য এই প্রশিক্ষণ নিতে হয়। প্রাইমারি টেট পরীক্ষার যোগ্যতা হিসাবে এই ডিপ্লোমার উল্লেখ রয়েছে। ফলে বহু শিক্ষকতার চাকরিপ্রার্থীরা এই কলেজে ভর্তি হয়। দুই বছরের কোর্স।
এর আগে একাধিকবার বেসরকারি কলেজে টাকা, ঘুষ, দালালচক্রের মাধ্যমে অযোগ্য পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অনলাইন বাদে অন্যভাবে ভর্তিই নিষিদ্ধ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ।