Advertisement

Medinipur: স্যালাইন নিতেই রক্ত প্রস্রাব, মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু, আশঙ্কাজনক ৪

স্যালাইন দিয়ে অসুস্থ একের পর এক প্রসূতি। ঘটনায় উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ। স্যালাইন নেওয়ার পর শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও চার প্রসূতি। পরিবার অভিযোগ জানায়, সন্তান জন্ম দেওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। এমনকি প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হয় বলে অভিযোগ।

মেদিনীপুর মেডিক্যাল কলেজমেদিনীপুর মেডিক্যাল কলেজ
Aajtak Bangla
  • মেদিনীপুর,
  • 10 Jan 2025,
  • अपडेटेड 1:31 PM IST

স্যালাইন দিয়ে অসুস্থ একের পর এক প্রসূতি। ঘটনায় উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ। স্যালাইন নেওয়ার পর শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও চার প্রসূতি। পরিবার অভিযোগ জানায়, সন্তান জন্ম দেওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিকভাবে অসুস্থ হতে থাকে। এমনকি প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হয় বলে অভিযোগ। আত্মীয়দের দাবি, স্যালাইনের কারণেই এই সমস্যা হয়েছে। স্যালাইনে সমস্যা ছিল। 

পরিবারের কারও দাবি, স্যালাইনের ভিতরে ছত্রাক ছিল। কারওর দাবি, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন প্রসূতিদের দেওয়া হয়েছে। এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে CMOH জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। মেদিনীপুর মেডিক্যাল কলেজে যাচ্ছে ড্রাগ কন্ট্রোলের টিম। 

পরিবারের অভিযোগ, গতকাল স্যালাইন নেওয়ার পর থেকেই ৫ জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। দু'জনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁদের CCU-তে স্থানান্তর করা হয়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আজ সকালে মামণি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়, এরপর ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার। হাসপাতালে চরম উত্তেজনা তৈরি হয়। নিরাপত্তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়। স্বাস্থ্য দফতর বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

আসলে কী কারণ তা এখনও স্পষ্ট হয়নি। কী কারণ খতিয়ে দেখে রিপোর্ট এলেই কারণ জানা যাবে।

Read more!
Advertisement
Advertisement