
যাঁরা বুথ লেভেল অফিসারদের (BLO) থেক SIR-এর এনুমারেশন ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই সেটি ফিল আপ করতে পারবেন। অনলাইন এবং অফলাইনের ফর্ম ফিল আপের মধ্যে সামান্য কিছু ফারাক থাকলেও মোটের উপর নিয়ম একই। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করে দিতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা রয়েছে স্টেপ বাই স্টেপ। তবে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে এই ফর্ম ফিল আপ করা যাবে না।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইন SIR-এর এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময়েই স্পষ্ট করে দেওয়া হয়েছে, এপিক কার্ডের নম্বরের সঙ্গে যদি আপনার মোবাইল নম্বর লিঙ্ক না করা থাকে তবে অনলাইনে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। হয় মোবাইল নম্বর, না হয় ইমেল আইডি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কারণ ওটিপি সরাসরি যাবে আপনার মোবাইল নম্বরে। এবং সেটি বসাতে হবে কমিশনের ওয়েবসাইটের নির্দিষ্ট কলামে।
এক্ষেত্রে রয়েছে কিছু স্টেপ
> https://voters.eci.gov.in/ সাইট থেকে মিলবে অনলাইন এনুমারেশন ফর্ম। কমিশনের অ্যাপ ECINET-এ গিয়েও কেউ চাইলে ফর্ম পূরণ করতে পারেন।
> ফর্ম ডাউনলোড করুন।
> অনলাইনে আবেদনের ক্ষেত্রে এপিক নম্বরের সঙ্গে মোবাইল নম্বর অথবা ইমেল আইডি লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
> রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি বসিয়ে কমিশনের সাইটে লগইন করতে হবে।
> প্রথমে রাজ্য বেছে নিতে হবে। তার পরে এপিক কার্ড নম্বর বসাতে হবে।
> নাম না মিললে আবার মোবাইল নম্বর বসাতে হবে। পুনরায় সেই নম্বরে ওটিপি আসবে। তা বসিয়ে অনলাইনে জমা করতে হবে।
> যে কলামগুলি ফিল আপ করতে হবে সেগুলি হল, জন্মের তারিখ, আধার নম্বর (ঐচ্ছিক), মোবাইল নম্বর, পিতার নাম, পিতার এপিক নম্বর (যদি থাকে),মায়ের নাম, মায়ের এপিক নম্বর (যদি থাকে), বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, স্বামী বা স্ত্রীর এপিক নম্বর (যদি থাকে)।
> সবশেষে সাদা পাতায় সই করে স্ক্যান করে আপলোড করতে হবে।
> এরপর ক্লিক করতে হবে সাবমিটে।
> ডিক্লেরেশন পেজে একাধিক অপশন রয়েছে। সিলেক্ট করতে হবে যথাযথ অপশন।
> ২০০২ এর ভোটার তালিকায় নাম থাকলে বা বাবা-মায়ের নাম থাকলে তাঁদের সেই কপি স্ক্রিনশট আপলোড করতে হবে।
> ২০০২ সালের ভোটার তালিকায় কারও নামই না থাকলে কমিশনের নির্দেশ করে দেওয়া ১১টির নথির যে কোনও একটি ডকুমেন্টে টিক দিতে হবে।
> সবশেষে সাবমিট বটনে ক্লিক করুন।
> নিজের পাসপোর্ট সাইজের ছবির স্ক্যানড কপি হাতের কাছে রাখুন, ফর্ম ফিল আপের সময়ে নির্দিষ্ট অপশন এলে সেটি আপলোড করতে হবে।
মঙ্গলবার থেকেই অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। শুক্রবার থেকে সেটি পাওয়ার কথা থাকলেও অনেকেই অভিযোগ করেন, দেখা যাচ্ছে না অনলাইন প্রক্রিয়ার কোনও বিবরণ। অবশ্য রাতের পর অনেকেই তা পেয়েছেন বলে খবর।