Advertisement

Suvendu Adhikari: দেউচা পাঁচামি নিয়ে বড় 'দুর্নীতি' ফাঁসের হুঁশিয়রি শুভেন্দুর, নিশানায় শামিরুল-বিধান!

বড় দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও দেউচা পাঁচামিতে বড়সড় দুর্নীতি হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। ২৯ মার্চ সেই ডকুমেন্ট নিয়ে এসে সব সত্য প্রকাশ্যে আনবেন, সেই সঙ্গে শামিরুল ও বিধান রায় কী করেছে তা ফাঁস করারও দাবি করেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীশুভেন্দু অধিকারী
বিশাল দাস
  • রামপুরহাট,
  • 22 Mar 2025,
  • अपडेटेड 6:43 PM IST

বড় দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও দেউচা পাঁচামিতে বড়সড় দুর্নীতি হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। ২৯ মার্চ সেই ডকুমেন্ট নিয়ে এসে সব সত্য প্রকাশ্যে আনবেন, সেই সঙ্গে শামিরুল ও বিধান রায় কী করেছে তা ফাঁস করারও দাবি করেন বিরোধী দলনেতা।

শুক্রবার বীরভূমের রামপুরহাটে তারাপীঠ মহাশ্মশানে অবৈধ নির্মাণ করে সনাতনী বৈষ্ণব সমাজের অবমাননা ও তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির দুর্নীতির অভিযোগ সহ রাজ্য জুড়ে সনাতনী সমাজের উপর নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ করে। 

আর সেই প্রতিবাদ সভা থেকে শুভেন্দু বীরভূমের দেউচা পাচামিতে হওয়া দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ২৯ মার্চ ডকুমেন্ট নিয়ে আসবেন। ২০টি জেরক্স করে নিয়ে আসব। শামিরুল ও বিধান রায় কী করেছে তা ফাঁস করে দেব। শিক্ষক নিয়োগ দুর্নীতির থেকেও দেউচা পাচামিতে বড়সড় দুর্নীতি হয়েছে।

শুভেন্দু দীঘার জগন্নাথ ধাম প্রসঙ্গে আক্রমণ করে বলেন, "অযোধ্যায় রামমন্দির তৈরি করেছেন হিন্দুরা। কোনও সরকারি টাকায় তা হয়নি। এখানে ২০০ কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারকে মন্দির বলে চালাচ্ছেন। সরকারি টাকায় মন্দির হয় না। আপনারা ওই দিন টিভির পর্দায় চোখ রাখবেন। ওই দিন বিরাট হিন্দু সম্মেলন হবে। এক লক্ষ হিন্দুর সমাবেশ করে সব ফাঁস করব।"

Read more!
Advertisement
Advertisement